For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডকে একদিনের সিরিজে হারালে যে কারণে ভারত হবে লাভবান

Google Oneindia Bengali News

কাল থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের আন্তর্জাতিক সিরিজ। পুনেতে তিন ম্যাচের সিরিজই খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। টি ২০ বিশ্বকাপের বছরে এই সিরিজের গুরুত্ব ভারতের কাছে অন্তত কম নয়। ৫০ ওভারের বিশ্বকাপের সুপার লিগ পয়েন্ট তালিকায় উপরে উঠে আসার হাতছানি রয়েছে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলির দলের সামনে। সুনাম ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে মর্গ্যানের বিশ্বচ্যাম্পিয়ন দলের কাছেও।

সুপার লিগ পয়েন্ট

সুপার লিগ পয়েন্ট

২০২০ থেকে ২০২২-২৩ মরশুম অবধি যে আইসিসি-র ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকা বর্তমানে রয়েছে তাতে ভারত রয়েছে ১০ নম্বরে। তিন ম্যাচ খেলে একটি জয় ও দুটি পরাজয়ের ফলে বিরাটদের পয়েন্ট ৯। শীর্ষে রয়েছে ৬ ম্যাচে ৪টি জিতে ৪০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৩টি জয়ের সুবাদে দুইয়ে আছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে সমসংখ্যক ৩০ পয়েন্ট নিয়েই তিনে, ছয় ম্যাচে তিনটি জয়ের সুবাদে। ফলে ভারত কাল থেকে শুরু হতে চলা তিনটি ম্যাচের সিরিজ জিতলে এই পয়েন্ট তালিকায় উঠে আসবে অনেকটাই উপরে।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান। তিনে নামবেন বিরাট নিজেই। চারে শ্রেয়স আইয়ার। পাঁচে পাঠানো হতে পারে ঋষভ পন্থকে। ছয় নম্বর জায়গার জন্য লড়াইয়ে তিনজন। লোকেশ রাহুল, ক্রুনাল পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর। ভারত ফের ছয় বোলারে নামলে রাহুলের বাইরে থাকা নিশ্চিত। তবে ক্রুণাল ও সুন্দর দুজনকেই এই সিরিজে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে সুন্দর ভালো ফর্মেও আছেন ইংল্যান্ড সিরিজে। সাতে হার্দিক পাণ্ডিয়া। আটে শার্দূল ঠাকুর। বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া ভুবনেশ্বর কুমার নামতে পারেন নয়ে। টি নটরাজনের প্রথম একাদশে থাকা কার্যত নিশ্চিত।

কুলদীপ পিছিয়ে

কুলদীপ পিছিয়ে

স্পিনার হিসেবে লড়াই যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মধ্যে। এগিয়ে আছেন চাহালই। তবে চলতি সিরিজে আরও একবার চাহাল-কুলদীপ জুটিকে দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এক্স ফ্যাক্টর সূর্যকুমার যাদবের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। তবে বিরাট কোহলি বরাবরই প্রথম একাদশে চমক দিতে ভালোবাসেন। ফলে সেদিকে নজর থাকবে।

বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য একাদশ

বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য একাদশ

২০১৯ বিশ্বকাপজয়ী দলের জো রুট, জোফ্রা আর্চার ও ক্রিস ওকস এই সিরিজের দলে নেই। রুট আর ওকস বিশ্রামে। আর্চার কনুইয়ের চোটের কারণে ছিটকে গিয়েছেন। বেন স্টোকসকে তিনে নামানোর ভাবনাচিন্তা করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। মঈন আলি প্রথম একাদশে সুযোগ না পেলে ল্যাঙ্কাশায়ারের ওপেনার, যিনি বিগ ব্যাশেও ভালো ফর্মে ছিলেন সেই লিয়াম লিভিংস্টোনের আন্তর্জাতিক অভিষেক হতে পারে আগামীকালের ম্যাচে। তবে ওপেনার নয়, নামানো হতে পারে মিডল অর্ডারে। জেসন রয় ও জনি বেয়ারস্টোই শুরু করবেন। তিনে স্টোকস, চারে মর্গ্যান, পাঁচে বাটলার। ছয়ে নামানো হতে পারে সাম বিলিংসকে। আলি না খেললে সাতে লিভিংস্টোন। সাম কারান বা টম কারানের মধ্যে কোনও একজন থাকবেন আটে। এরপর আদিল রশিদ, রিস টপলে ও মার্ক উড। বিলিংসকে ফিনিশারের ভূমিকায় ব্যবহার করতে চাইছে বিশ্বচ্যাম্পিয়নরা। এখনও অবধি একটিও ম্যাচে না খেললেও কাল তিনি সুযোগ পেতে পারেন।

যেসব বিষয় নজরে

যেসব বিষয় নজরে

২০১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস বিশ্বকাপের পর প্রথম একদিনের আন্তর্জাতিক খেলবেন। ভারত ও ইংল্যান্ড দুই দলই আগের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরে এবার নিজেরা পরস্পরের বিরুদ্ধে খেলবে। বোলিং পাওয়ারপ্লেতে আরও ভালো খেলা নিশ্চিত করতে হবে বিরাটদের। ২০১০ সাল থেকে ধরলে দ্বিপাক্ষিক একদিনের সিরিজে দেশের মাটিতে ভারত মাত্র তিনবার হেরেছে। ২০১২ সালে পাকিস্তানের কাছে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কাছে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

পিচ ও আবহাওয়া

পিচ ও আবহাওয়া

পুনের এই মাঠে ব্যাটসম্যান সহায়ক পিচই হয়ে এসেছে। এবারও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তবে ইংল্যান্ড সিরিজ ঘূর্ণি উইকেটের কথা ভেবেই প্রস্তুত হচ্ছে। তিনবার তিনশোর উপর রান হয়েছে পুনের এমসিএ স্টেডিয়ামে। ২০১৭-র ১৫ জানুয়ারি এই মাঠে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ইংল্যান্ডের ৭ উইকেটে ৩৫০ রানের জবাবে ভারত ১১ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। বিরাট কোহলি ১২২ ও কেদার যাদব ১২০ রান করেছিলেন। আবহাওয়া ভালোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

English summary
India will play first one day international against England tomorrow. World Cup Super league points up for grabs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X