For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কামব্যাক বিরাটদের, ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজের ফয়সালা শেষ ম্যাচেই

  • |
Google Oneindia Bengali News

আবারও পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক বিরাট কোহলির ভারতের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি ২০-র মরণবাঁচন লড়াই জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। বিরাট মাঠের বাইরে থাকায় শেষের কয়েক ওভার অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা। ১৮৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ২৩। জোফ্রা আর্চারের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৩ বলে দরকার ছিল ১০। শেষ ২ বলে ৯। শেষ ওভারের পঞ্চম বলে জর্ডনকে ফিরিয়ে দেন শার্দূল। শেষ বলেও কোনও রান পায়নি ইংল্যান্ড। স্নায়ুযুদ্ধ জিতে শেষ হাসি হাসল ভারতই। জয় এল ৮ রানে । শার্দূল ঠাকুর ৪২ রান দিয়ে নেন তিন উইকেট। হার্দিক পাণ্ডিয়া ও রাহুল চাহার দুটি করে উইকেট নেন। এর ফলে সিরিজের ফয়সালা হবে শনিবারের শেষ ম্যাচেই।

মর্গ্যানদের মরিয়া লড়াই

মর্গ্যানদের মরিয়া লড়াই

জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫ রানের মধ্যে জস বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড। ভুবনেশ্বর কুমারের বলে ৯ রানে আউট হন আগের ম্যাচের সেরা বাটলার। এরপর জেসন রয় ও ডেভিড মালান দলের রান এগিয়ে নিয়ে যান। কিন্তু ছয় রানের ব্যবধানে মালান ও জেসন রয় ফেরেন। ১৪ রান করা মালানকে বোল্ড করেন রাহুল চাহার। ৪০ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হন জেসন রয়। তিন উইকেটে ৬৬ রান থেকে ১৩১ রান অবধি ইংল্যান্ডের রান টেনে নিয়ে যান জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। ১৫ ওভারের পঞ্চম বলে ২৫ রান করে চাহারের দ্বিতীয় শিকার হন বেয়ারস্টো। এটিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন বিশেষজ্ঞরা।

শার্দূলের বাজিমাত

শার্দূলের বাজিমাত

বেয়ারস্টো ফেরার পরও ইংল্যান্ড তাকিয়ে ছিল বেন স্টোকসের দিকে। যদিও ১৭তম ওভারেই ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঘোরান শার্দূল ঠাকুর। প্রথম বলেই তিনি ফেরান বিপজ্জনক স্টোকসকে। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪৬ রান করে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। পরের বলেই অধিনায়ক ইয়ন মর্গ্যানের উইকেট তুলে নেন শার্দূল। চার রানে সুন্দরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ইংল্যান্ড অধিনায়ক।

বড় রান ভারতের

বড় রান ভারতের

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান তুলেছিল ভারত। ৬টি চারও ৩টি ছয়ের সাহায্যে ৩১ বলে সর্বাধিক ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৭ রান করেন শ্রেয়স আয়ার। ৪টি চারের সাহায্যে ২৩ বলে ৩০ রান করেন ঋষভ পন্থ। রোহিত শর্মা ১২, লোকেশ রাহুল ১৪, বিরাট কোহলি ১ রানে আউট হন। ৮ বলে ১১ রান করেন হার্দিক পাণ্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ২ রানে আউট হন। শেষে ৪ বলে ১০ করে অপরাজিত থাকেন শার্দূল ঠাকুর। কেরিয়ারের সেরা বোলিং করে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন জোফ্রা আর্চার। শেষ ওভারেই তিনি শ্রেয়স ও সুন্দরকে ফেরান। আদিল রশিদ, মার্ক উড ও বেন স্টোকস একটি করে উইকেট দখল করেন।

সফল পরিবর্তন

সফল পরিবর্তন

আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পাওয়ার কারণে ভারত এই ম্যাচে পায়নি ঈশান কিষাণকে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে আসেন সূর্যকুমার যাদব। ছন্দে না থাকা যুজবেন্দ্র চাহালের জায়গায় খেলানো হলো রাহুল চাহারকে। আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি মূল্যবান উইকেট তুলে নিয়ে চাহালের উপর চাপ বাড়ালেন রাজস্থানের এই স্পিনার।

English summary
India Was Playing Must Win Game Against England In The Fourth T20Is. India Beat England And Level The Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X