For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ইংল্যান্ড : টেস্টের এক ইনিংসে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকায় দুই দেশী

ভারত বনাম ইংল্যান্ড : টেস্টের এক ইনিংসে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকায় দুই দেশী

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া বধ সেরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ৫ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। সিরিজ জুড়ে ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। সেই আবহে টেস্টে দুই দলের মুখোমুখি সাক্ষাতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কারা, তা দেখে নেওয়া যাক।

গ্রাহাম গুচ

গ্রাহাম গুচ

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি গ্রাহাম গুচ দুই দলের মোকাবিলায় টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে এক টেস্টে তিনি ৪৮৫ বল খেলে ৩৩৩ রান করেছিলেন।

করুণ নায়ার

করুণ নায়ার

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের করুণ নায়ার। টিম ইন্ডিয়ার এই অনিয়মিত সদস্য চেন্নাইয়ের চিপকে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া এক টেস্ট ম্যাচে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। বীরেন্দ্র শেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরান করার নজিরও গড়েছিলেন কর্নাটকী।

অ্যালেস্টার কুক

অ্যালেস্টার কুক

২০১১ সালে বার্মিংহামে ভারতের বিরুদ্ধে এক টেস্টে ৫৪৫ বল খেলে ২৯৪ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার অ্যালেস্টার কুক। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক।

জিওফ্রে বয়কট

জিওফ্রে বয়কট

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কিংবদন্তি জিওফ্রে বয়কট। লিডসে ভারতের বিরুদ্ধে ১৯৬৭ সালের এক টেস্টে তিনি ২৪৬ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন।

ইয়ান বেল ও বিরাট কোহলি

ইয়ান বেল ও বিরাট কোহলি

২০১১ সালে ওভালে ভারতের বিরুদ্ধে এক টেস্টে ২৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান ইয়ান বেল। তিনি তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টে ২৩৫ রান করা বিরাট কোহলিও রয়েছেন সেই তালিকায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারতের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে?ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারতের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে?

English summary
India vs England 2021 : Five highest individual scoers in the history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X