For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দিনেই নয়া নজির বিশ্বের সর্ববৃহৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

  • |
Google Oneindia Bengali News

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। সেখানেই সিরিজের তৃতীয় টেস্ট তথা ভারতের মাটিতে দ্বিতীয় দিন-রাতের গোলাপি বলে টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। প্রথম থেকেই ম্যাচের রাশ ভারতের হাতে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে যাওয়ার পর তাই প্রথম দিনেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে বিরাট কোহলির দল। এই টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৩ উইকেট, যার মধ্যে স্পিনারদের ঝুলিতেই গিয়েছে ১১টি উইকেট। ১১২ রান গত ৭১ বছরে ভারতের মাটিতে টেস্টে প্রথম ব্যাট করে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা সর্বনিম্ন স্কোর।

প্রথম দিনেই নয়া নজির নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

গোলাপি বলে দিন-রাতের টেস্টের সংক্ষিপ্ত ইতিহাসে প্রথম দিনেই ১৩ উইকেট পড়ার নজির এই নিয়ে চতুর্থবার। তবে সবচেয়ে কম রান উঠল আমেদাবাদেই। গতকাল দুই দলের মিলিত রান ২১১। এরপরেই থাকছে অকল্যান্ড টেস্ট, ২০১৮ সালে সেই টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড অল আউট হওয়ার পর নিউজিল্যান্ডেরও ভারতের মতো তিন উইকেট পড়েছিল। সেই টেস্টে প্রথম দিনে উঠেছিল ২৩৩ রান।

ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট থাকছে এরপরেই। সেই টেস্টে বাংলাদেশ অল আউট হওয়ার পর প্রথম দিনে ভারতেরও তিন উইকেট পড়েছিল। দুই দলের মিলিত রান সেই টেস্টের প্রথম দিনে ছিল ২৮০। ২০১৭ সালে দিন-রাতের পোর্ট এলিজাবেথ টেস্টেও প্রথম দিনে পড়েছিল ১৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট পড়ার পর জিম্বাবোয়ের চার উইকেট পড়েছিল ওই টেস্টের প্রথম দিনে। তবে সেই টেস্টে প্রথম দিনেই উঠেছিল ৩৩৯ রান।

ভারতের বিরুদ্ধে টেস্টে চতুর্থ সর্বনিম্ন তথা ভারতের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে শিবির ইংল্যান্ড এই টেস্টে মিরাকলের আশা দেখছে না। তবে মরিয়া লড়াই দিতে প্রস্তুত। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করা জ্যাক ক্রলি বলেছেন, থার্ড আম্পায়ারের ৫০-৫০ শতাংশ সিদ্ধান্তগুলি আমাদের বিপক্ষে গিয়ে টেস্ট জেতার কাজটা কঠিন করে দিয়েছে। তবে এটা আমাদের হাতে নেই। আমাদের লক্ষ্য দ্বিতীয় দিনে ভালো বল করা। এই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সহজ হবে না বলেই মনে হচ্ছে। তাই দ্বিতীয় ইনিংসে ১০০ থেকে ১৫০ রানের লিডই জেতার জন্য যথেষ্ট হবে বলে আশা ক্রলির।

English summary
India Vs England Third Test At Brand New Narendra Modi Stadium In Ahmedabad. New Records Being Created On The Historic Day One Of Pink Ball Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X