For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ নির্ণায়ক ম্যাচে ফের টস জয় ইংল্যান্ডের, ফিল্ডিং নিলেন বাটলার, দুই দলেই পরিবর্তন

Google Oneindia Bengali News

আজ পুনেতে ভারত-ইংল্যান্ড সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। দুই ম্যাচেই প্রথমে ব্যাট করা দল তিনশোর উপর রান তুলেছে। প্রথম ম্যাচ ভারত জিতলেও দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ৩৩৭ রান তাড়া করে জয় ছিনিয়ে সিরিজ ১-১ করেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ টস জিতে ফের ফিল্ডিং নিল ইংল্যান্ড।

আজ পুনেতে ভারত-ইংল্যান্ড সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক

আবারও টস হেরে বিরাট কোহলি বলেন, সেই একই কথা বলতে হচ্ছে টসে কারও নিয়ন্ত্রণ নেই। এটা আমার নিয়ন্ত্রণের একেবারেই বাইরে! তবে আমিও টস জিতলে ফিল্ডিং নিতাম। আজকের উইকেটকে সিরিজের সেরা উইকেট বলেই মনে হচ্ছে। আমার পরিকল্পনা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বড় রান তোলাই লক্ষ্য। দেওয়ালে পিঠ ঠেকে গেলেই আমাদের সেরাটা বেরিয়ে আসে। টেস্ট সিরিজে পিছিয়ে পড়ে জিতেছি। টি ২০ সিরিজে দুবার পিছিয়ে পড়ে জিতেছি। এখানে কামব্যাক ঠিক নয়, কারণ আজ সিরিজ নির্ণায়ক ম্যাচ। উইকেটের চরিত্র অনুযায়ী কুলদীপ যাদবের জায়গায় টি নটরাজনকে খেলানো হচ্ছে।

সিরিজ নির্ণায়ক ম্যাচে ফের টস জয় ইংল্যান্ডের

উইনিং কম্বিনেশন ভেঙে টম কারানের জায়গায় আজ মার্ক উডকে খেলাচ্ছে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। টস জিতে তাই ফিল্ডিং নিলাম। আমাদের খেলার স্টাইল, ফ্যাশন অনুযায়ী যেভাবে আগের ম্যাচে আমরা খেলেছি তাতে আমি গর্বিত। এই সফরে দারুণ কিছু ম্যাচ আমরা খেললাম। সিরিজে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে আজ সিরিজ নির্ণায়ক শেষ ম্যাচ খেলছি, এতে ভালো লাগছে। আমরা জিততে বদ্ধপরিকর।

সিরিজ নির্ণায়ক ম্যাচে ফের টস জয় ইংল্যান্ডের

ভারত অধিনায়ক হিসেবে আজ ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের নেতৃত্বে ১৯৯টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১২৯টিতে। সাফল্যের হার ৬৬ শতাংশ। তবে একইসঙ্গে ১৬ মাস ধরে চলা বিরাটের আন্তর্জাতিক শতরানের খরা এই ম্যাচে কাটবে কিনা সেদিকে তাকিয়ে সকলে। আজ শতরান পেলে দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ২০টি শতরানের সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করবেন বিরাট।

২০১৭ সাল থেকে একদিনের আন্তর্জাতিকে দুই দলের পারস্পরিক সাক্ষাতে ভারত জিতেছে চারটিতে, ইংল্যান্ড ৫টিতে। ভারতীয় দলে কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন টি নটরাজন। ইংল্যান্ড দলে মার্ক উড খেলবেন টম কারানের জায়গায়।

ভারত- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডয়া, ক্রুণাল পাণ্ডিয়া, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন

ইংল্যান্ড- জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলে

English summary
India vs England Third ODI In Pune. England Have Won The Toss And Elected To Field In Third ODI In Pune.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X