মোতেরা টেস্টের আগে ভারতের উপর মানসিক চাপ তৈরির কৌশল রুটের
চার টেস্টের সিরিজ ১-১। আমূল বদলে যাওয়া আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। গোলাপি বলে দিন-রাতের তৃতীয় টেস্ট। দুই দলের সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার হাতছানি। গোলাপি বলে টেস্টের সেরা মঞ্চ বোধ হয় এর চেয়ে ভালো হতে পারে না। আর সেই আবহেই পিচ নিয়ে বিতর্ক না বাড়িয়ে ভারতের উপর মানসিক চাপ তৈরির রণকৌশল নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

রোহিত শর্মার সুরে সুর মিলিয়ে তৃতীয় টেস্ট শুরুর প্রাক্কালে রুট বলেছেন, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে টস ম্যাচের ভাগ্য গড়ে দেয়নি। সব দেশই হোম অ্যাডভান্টেজ কাজে লাগায়। এটাই বিশ্বের নানা জায়গায় টেস্ট খেলার একটা আলাদা মজা। বিশ্বের এক নম্বর দল হতে গেলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে। ভারতে পিচ স্পিন সহায়ক হবে এটা জানাই ছিল। মানতে দ্বিধা নেই চেন্নাইয়ে আমরা জেতার মতো খেলতে পারিনি। ২০১২ সালে ভারত থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ইংল্যান্ড। সেই পরিসংখ্যান দিয়েই দলকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সিরিজে ১-১ অবস্থায় থাকাকেও পজিটিভভাবেই দেখছেন ইংল্যান্ড অধিনায়ক।
ভারতে একমাত্র দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় জোরে বোলাররাই ২০ উইকেট পেয়েছিলেন। এখন নজর মোতেরার দিকে। তবে আমেদাবাদে এসজি-র গোলাপি বল অনুশীলনে হাসি ফুটিয়েছে ইংরেজ পেসারদের মুখে। রুট বলছেন, মোতেরার পিচে স্পিনাররা সুবিধা পেলেও সিমারদের জন্যও সহায়তা থাকবে। পরিকল্পনামতো সঠিক জায়গায় বল রেখে বিপক্ষের উপর চাপ তৈরি করা গেলেই সাফল্য আসবে। আমাদের জোরে বোলাররা ইংল্যান্ডের পরিবেশে অনুশীলন করেন। এই ফ্যাক্টরটিও আমাদের দলের পক্ষে খুব পজিটিভ দিক। সেই অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগ করেই ভারতে অ্যাডিলেড টেস্টের পুনরাবৃত্তি ঘটানো লক্ষ্য রুটদের। উল্লেখ্য, গত ডিসেম্বরে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়ে লজ্জার হারের মুখে পড়তে হয় বিরাট কোহলির ভারতকে। যদিও বিরাটের অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত ডাউন আন্ডার থেকে সিরিজ জিতেই ফিরেছে।
মঈন আলি দেশে ফিরেছেন। তৃতীয় টেস্টের পর দেশে ফিরবেন ক্রিস ওকস। তার আগে সিরিজে এগিয়ে যেতে চাইছেন রুটরা। গুরুত্বপূর্ণ সিরিজে রোটেশন নীতি মেনে চলা নিয়েও চিন্তিত নন রুট। ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্প বলেছেন, রুটের উপর চাপ কমাতে গিয়ে এগিয়ে আসতে হবে দলের বাকি ব্যাটসম্যানদের।