For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ হার বাঁচানোর ম্যাচে অনিশ্চিত মর্গ্যান, শ্রেয়স-বিলিংসে চিন্তায় দিল্লি ক্যাপিটালসও

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে পুনেতে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে ফিল্ডিং করার সময় কাঁধের হাড় সরেছে শ্রেয়স আইয়ারের। চলতি একদিনের সিরিজে তো খেলতেই পারবেন না, আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে এবার অনিশ্চিত হয়ে পড়লেন ইংল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। মর্গ্যানের হাত কেটেছে বল ধরতে গিয়ে। আর শ্রেয়সের দিল্লি ক্যাপিটালসের সতীর্থ স্যাম বিলিংসও কলার বোনে চোট পেয়েছেন ফিল্ডিং করতে গিয়েই।

সিরিজ হার বাঁচানোর ম্যাচে অনিশ্চিত মর্গ্যান, বিলিংস

টেস্ট, টি ২০ সিরিজ হারার পর ভারতের কাছে একদিনের সিরিজ হার বাঁচাতে শুক্রবার দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। যদিও চোটের কারণে অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে অনিশ্চিত স্যাম বিলিংস। ব্যাট করতে নেমে গতকাল ২২ রান করেন মর্গ্যান। বিলিংস আউট হন ১৮ রানে। তার আগে ফিল্ডিং করার সময় বল লেগে ডান হাতের আঙুলের কাছে কেটে যায় মর্গ্যানের। আর বিলিংস ঝাঁপিয়ে পড়ে রান বাঁচাতে গিয়ে কলার বোনে চোট পান। তিনি বাউন্ডারির ধারে যেভাবে কাঁধে হাত দিয়ে যন্ত্রণাক্লিষ্ট মুখে তাকিয়ে ছিলেন তাতে ফিরে এসেছিল তাঁর চোটের পুরানো স্মৃতি। রয়্যাল লন্ডন কাপে এভাবেই ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরেছিল বিলিংসের। অস্ত্রোপচারের কারণে ২০১৯ বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। তবে এই চোট ততটা গুরুতর নয়, কারণ তিনি পরে ব্যাট করেছেন।

ম্যাচের শেষে ইয়ন মর্গ্যান জানিয়েছেন, শুক্রবার যেহেতু ম্যাচ তাতে চোট কতটা সেরে ওঠে সেই বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাট ধরতে তাঁর যে অসুবিধা হচ্ছিল সে কথাও মেনে নিয়েছেন মর্গ্যান। তিনি বলেন, এটা ঠিক আমি ব্যাট ধরতেই পারছিলাম না, এটা নয়। কিন্তু ১০০ শতাংশ যে পারছিলাম তাও নয়। বিলিংসের সঙ্গে কথা হয়নি। ব্যাট করতে গিয়ে তাঁর যন্ত্রণা হচ্ছিল কিনা তা জানব।

সিরিজ জিততে ইংল্যান্ডের কাছে বাকি দুটি ম্যাচই ডু অর ডাই। মর্গ্যান ও বিলিংস যদি খেলতে পারেনও তবু প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে ডিপ কভার থেকে ছুটে এসে শ্রেয়স আইয়ারের ক্যাচ ধরা লিয়াম লিভিংস্টোনের চূড়ান্ত দলে আসার সম্ভাবনা উজ্জ্বল। ম্যাট পার্কিনসন ও রিস টপলেও অনেকদিন পর ফের একদিনের দলের প্রথম একাদশে আসতে পারেন।

বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্যবিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্য

English summary
India Beat England By 66 Runs In The First ODI In Pune.England Captain Eoin Morgan And Sam Billings Doubtful Due To Injury For Second ODi On Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X