For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছন্দে থাকা অশ্বিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান চাইছেন হগ

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও দারুণ ছন্দে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বলা ভালো, তাঁর ঘূর্ণিতেই কাঁপছেন রুটরা। বল হাতে উইকেট নিচ্ছেন, ব্যাট হাতে শতরানও করছেন। টেস্টে তাঁর পাঁচটি শতরান হয়ে গিয়েছে। তবু দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। ২০১৭ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ওয়ান ডে ও টি ২০ খেলেছেন। বর্তমানে যে স্বপ্নের ফর্মে রয়েছেন তাতে এবার তাঁকে সীমিত ওভারের দলে নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

ছন্দে থাকা অশ্বিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান চাইছেন হগ

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের ঘোষিত দলে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। তবে ওই দলে থাকা কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী টি ২০ সিরিজে অনিশ্চিত। সূত্রের খবর, দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে ফিটনেসের যোগ্যতামান ঠিক করা হয়েছে তাতে উত্তীর্ণ হতে পারেননি বরুণ। ৮.৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়ানো বা ইয়ো ইয়ো টেস্টে ১৭.১ স্কোর করলেই তবেই জাতীয় দলে খেলার সুযোগ মিলবে। কাঁধের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে খেলতে না পারা বরুণের তিন মাস ধরে রিহ্যাব চলেছে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। তারপরেও তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট হবে আর কয়েক দিনের মধ্যেই।

এই পরিস্থিতিতে ছন্দে থাকা অশ্বিনকে টি ২০ ও একদিনের দলে নেওয়া উচিত কিনা সেই প্রশ্ন ব্র্যাড হগকে করেছিলেন এক ক্রিকেট ভক্ত। অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার সাফ জানিয়ে দেন, অবশ্যই নেওয়া উচিত। তিনি উইকেট তুলে নিতে পারেন গুরুত্বপূর্ণ সময়ে, বল হাতে বেশি রান খরচ করেন না। তিনি দলে থাকলে ভারতীয় দলের ব্যাটিং গভীরতাও অনেক বাড়বে। টপ বা মিডল অর্ডার খোলা মনে আরও আক্রমণাত্মক হতে পারবে।

English summary
Ravichandran Ashwin Has Not Played ODI and T20I For India Since 2017. Former Australian Spinner Brad Hogg Says Ravichandran Ashwin Should Be Included In Limited Over Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X