For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ বাঁচিয়ে আত্মবিশ্বাস বাড়াল ইংল্যান্ড, স্টোকস বাছলেন বিশ্বসেরা জুটি

Google Oneindia Bengali News

পুনেতে আজ যে ঝড় আছড়ে পড়েছে তা বেয়ারস্টোকস ঝড়। ৩০০-র বেশি রান তাড়া করে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার নিরিখে আজ ইংল্যান্ড রইল ছয় নম্বরে। ভারতের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩৯ বল বাকি থাকতে ছয় উইকেটে দাপুটে জয়। বিধ্বংসী ব্যাটিং করে ৫২ বলে ৯৯ রান করা বেন স্টোকস দাবি করলেন, ইংল্যান্ডের ওপেনিং জুটিই এই মুহূর্তে বিশ্বসেরা।

১৩ যখন ভালো!

১৩ যখন ভালো!

এই নিয়ে ১৩ বার একদিনের আন্তর্জাতিকে শতরানের পার্টনারশিপ গড়ল জেসন রয় ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি। ইংল্যান্ডের পক্ষে সেরা। এদিন ১১০ রান ওঠে ওপেনিং জুটিতে। ভুল বোঝাবুঝিতে রয় রান আউট না হলে তা আরও বাড়তেই পারত। বেন স্টোকস বললেন, জনি বেয়ারস্টো অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। যেভাবে এদিনও রয় ও বেয়ারস্টো রান তাড়া শুরু করলেন তা অনবদ্য। যেভাবে তাঁরা খেলছেন তাতে আমার মতে এটাই এখন বিশ্বসেরা ওপেনিং জুটি।

হতাশা কাটল শতরানে

হতাশা কাটল শতরানে

পুনেতে আগের ম্যাচে ছয় রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল জনি বেয়ারস্টোর। সেদিনও তিনি যেভাবে খেলছিলেন তাতে ইংল্যান্ড জয়ের স্বপ্ন দেখছিল। তবে এদিন তার চেয়েও বেশি রান তাড়া করে জয় এল। কেরিয়ারের একাদশ শতরানও পেলেন বেয়ারস্টো। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বললেন, আগের ম্যাচে শতরান হাতছাড়া করে হতাশ হয়েছিলাম। এদিন শতরান পেয়ে এবং দল জেতায় ভালো লাগছে। আগের ম্যাচের মতো একই পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। আগের ম্যাচেও আমরা ভালোই খেলেছি। দীর্ঘক্ষণ আমরা প্রয়োজনীয় রান রেটের উপর রান রেট রেখেছিলাম। আজ বেন স্টোকসও দারুণ কিছু শট খেলেছে। আর ওপেনিং জুটিতে আমার সঙ্গে জেসন রয়ের বোঝাপড়া বরাবরই ভালো। তা অব্যাহত রাখতে চাই। এদিন রয় যখন ঝোড়ো ব্যাটিং করছিল আমি অন্য প্রান্ত আগলে রেখেছি। প্রথম ৮-৯ ওভারে ৮ বল খেলেছি। জেসন দুর্দান্ত ব্যাট করছিল। ভুবনেশ্বর কুমারকে সতর্কভাবে খেলে পরে আক্রমণে যাওয়াই লক্ষ্য ছিল। ভুবি প্রথম দিকে ভালো বোলিংও করেছেন। আমরা তাঁর দক্ষতা, তাঁকে খেলতে কেমন সমস্যা হয় জানি। সেইমতোই পরিকল্পনা করে খেলেছি।

স্বস্তি বাটলারের

স্বস্তি বাটলারের

চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইয়ন মর্গ্যান। চোটের কারণে ছিলেন না স্যাম বিলিংস। মার্ক উডের জায়গায় পাঁচ বছর পর ওয়ান ডে খেলতে নামলেন রিস টপলে। আজ ও রবিবার শেষ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার। এদিন জিতে সিরিজে সমতা ফিরিয়ে স্বস্তি পাওয়া বাটলার বলেন, যেভাবে জয় এসেছে তাতে খুশি। ভারতকে যে রানে আমরা আটকে রাখতে পেরেছিলাম তাতে বোলারদের কৃতিত্ব দেব। বিশেষ করে শেষ ১০ ওভারে পন্থরা যেভাবে খেলছিলেন। তবে মাঝের ওভারগুলিতে আমরা ভালো বোলিং করেছি। ব্যাটিংয়ের শুরুটা যেমন হওয়ার ছিল সেটাই হয়েছে। দীর্ঘদিন ধরেই আমাদের ওপেনাররা আমাদের ব্যাটিংয়ের স্তম্ভ। জনি আর স্টোকসের ব্যাটিং সত্যিই উপভোগ্য ছিল, সতীর্থ আর ফ্যান হিসেবেও। অসাধারণ কিছু শট খেলেছেন, দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছেন। দলের স্মার্ট ক্রিকেটে খুশি বাটলার প্রশংসা করলেন মঈন আর আদিল রশিদের।

স্টোকস-ঝড়

স্টোকস-ঝড়

আইপিএলের আগে এই সিরিজ খেলতে মরিয়া ছিলেন, তাই বিশ্রাম নেননি। আজ এক রানের জন্য শতরান হাতছাড়া করলেও যে বিস্ফোরক ব্যাটিং করলেন তা ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রইল। বেন স্টোকস বলেন, প্রথম ম্যাচে হেরে হতাশ ছিলাম। ভারত বড় রান তোলার পরও যেভাবে আজ জিতেছি তাতে ভালো লাগছে। এই উইকেটে কোনও টার্গেট নিয়েই চিন্তা ছিল না। স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলার পরিকল্পনা ছিল, তা হয়েছে। জনি বেয়ারস্টোও অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। সবমিলিয়ে আমরা দলের সুনাম যে অক্ষুণ্ণ রাখতে পেরেছি সেটাই গুরুত্বপূর্ণ ও তৃপ্তিদায়ক। এদিন বেন স্টোকস ১০টি ছক্কা মেরেছেন। কোনও একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে তাঁর আগে রয়েছেন ইয়ন মর্গ্যান (১৭) ও জস বাটলার (১২)।

English summary
England Beat India By Six Wickets In Second ODI In Pune. Ben Stokes Opines That Roy Bairstow Opening Pair Now Best In The World.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X