For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি রোহিতের ভারত, প্রথম একাদশ কেমন হতে পারে? জানুন জরুরি কিছু তথ্য

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে পরাস্ত হওয়ার পর আজ সাউদাম্পটনে টি ২০ আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে জস বাটলারের দলের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত শর্মার ভারত। করোনামুক্ত না হওয়ায় টেস্টে রোহিত খেলতে না পারলেও আজ তিনি দলকে নেতৃত্ব দেবেন। আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জেতা দলে তাই স্বাভাবিকভাবেই বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত সাড়ে দশটায়।

ইংল্যান্ডে টি ২০ সিরিজে ভারত

ইংল্যান্ডে টি ২০ সিরিজে ভারত

২০১১ সালে ইংল্যান্ডে প্রথম দ্বিপাক্ষিক টি ২০ সিরিজ খেলেছিল ভারত। সেই ম্যাচে অভিষেক হয়েছিল জস বাটলার ও রাহুল দ্রাবিড়ের। বাটলার ইংল্যান্ডের অধিনায়ক, দ্রাবিড় এখন ভারতের কোচ। যদিও আজ ভারত খেলবে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়েই। ২০১১ সালের সেই ম্যাচে ভারত পরাস্ত হয়। ২০১৪ সালেও ভারতকে নিজেদের দেশের মাটিতে হারিয়েছিল ইংল্যান্ড। ২০১৮ সালে ভারত ইংল্যান্ডে গিয়ে ২-১ ব্যবধানে টি ২০ সিরিজ জিতেছিল। শেষ দ্বিপাক্ষিক সিরিজে গত বছর ভারত সফরে এসে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ ২-৩ ব্যবধানে পরাস্ত হয় ইংল্যান্ড।

রোহিতের নেতৃত্বে নামছে ভারত

ভারতীয় দলে আজ রোহিত শর্মার প্রত্যাবর্তন হচ্ছে। তিনিই ঈশান কিষাণের সঙ্গে ওপেন করবেন। ফলে ঋতুরাজ গায়কোয়াড় আজ প্রথম একাদশে থাকবেন না। ইংল্যান্ড সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন বেছে নিতে চাইছে ভারত। আয়ারল্যান্ড সফরে অর্শদীপ সিং খেলেননি। আজ তিনি দলে থাকবেন কিনা সেদিকে নজর থাকবে। মনে করা হচ্ছে, উমরান ও অর্শদীপের মধ্যে একজনই আজ দলে থাকবেন। ভারতের কোচ হিসেবে আপাতত শেষ ম্যাচটি জিতেই শেষ করতে চাইবেন লক্ষ্মণ। সিরিজের শেষ দুটি ম্যাচে অবশ্য হেড কোচ হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড়। এজবাস্টন টেস্ট খেলা অনেকেই পরের ম্যাচগুলিতে প্রথম একাদশে আসবেন। সে কারণে টি ২০ বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদব, দীপক হুডারা নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার বড় সুযোগ পাচ্ছেন আজ। দীনেশ কার্তিক গতবার ভারতের ইংল্যান্ড সফরের সময় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। আজ তিনিও নিজেকে দারুণভাবে মেলে ধরে ফিনিশারের ভূমিকা পালন করতে চাইবেন।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক বা অর্শদীপ সিং।

বাটলার জমানার শুরু

বাটলার জমানার শুরু

ইয়ন মর্গ্যানের অবসরের পর ইংল্যান্ডের সাদা বলের পাকাপাকি অধিনায়ক হওয়ার জস বাটলারের এটিই প্রথম সিরিজ। ফিল সল্ট না হ্যারি ব্রুক- মর্গ্যানের ছেড়ে যাওয়া জায়গায় কে দলে আসবেন সেটাই দেখার। টাইমাল মিলসের দলে থাকার ইঙ্গিত মিলেছে ভাইটালিটি টি ২০ ব্লাস্টের কোয়ার্টার ফাইনাল খেলতে ডেভিড উইলিকে ছেড়ে দেওয়ার মধ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, আবু ধাবি টি ১০ লিগ ও ভাইটালিটি ব্লাস্টে নজরকাড়া বোলিং পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেয়েছেন ৩৪ বছরের ডানহাতি পেসার রিচার্ড গ্লিসন। তাঁর আন্তর্জাতিক অভিষেক আজ করানোর সিদ্ধান্ত হেড কোচ ম্যাথু মট ও অধিনায়ক বাটলার নেন কিনা সেদিকে নজর থাকবে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- জেসন রয়, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, রিস টপলে, ম্যাট পার্কিনসন

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজের খেলা সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে। সাউদাম্পটনের পিচে ম্য়াচের আগের দিনও দেখা গিয়েছে অল্প ঘাস রয়েছে। এজিয়াস বাউলের বাউন্ডারি বেশ বড়। চলতি বছরের টি ২০ ব্লাস্টে সবচেয়ে কম রান ওঠা মাঠগুলির মধ্যে তিন নম্বরে রয়েছে সাউদাম্পটন। প্রথমে ব্যাট করা দলের গড় স্কোর এবারের ব্লাস্টে ১৬৫ রান। প্রথমে ব্যাট করে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে বিভিন্ন দল। আজকের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই।

English summary
India Will Face England In The 1st T20I In Southampton. Match Preview With Statistics, Predicted XI And Head To Head Records.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X