For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ind vs Ban: মীরপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় ODI কাল, সিরিজ বাঁচানোর লড়াইয়ে কেমন হবে রোহিতদের একাদশ?

Google Oneindia Bengali News

মীরপুরে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের সুবাদে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টানা দ্বিতীয় একদিনের সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। ভারত নামবে নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশে টানা দ্বিতীয় ওডিআই সিরিজ বাঁচানোর লক্ষ্যে।

ভারতের ডু অর ডাই

ভারতের ডু অর ডাই

প্রথম ম্যাচে ভারত ১৮৬ তুলেও জেতার পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। বাংলাদেশের শেষ উইকেট জুটিতে মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ ৫১ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে দলকে জেতান। ভারতের হয়ে লোকেশ রাহুল পাঁচে নেমে ৭০ বলে ৭৩ রান করেন। বাকিরা অবশ্য বলার মতো রান পাননি, বলা ভালো নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুই ব্যাটার রিভার্স স্যুইপ আপ দুজন ইবাদত হোসেনের বলে পুল মারতে গিয়ে আউট হন। ভারত পুরো ওভার ব্যাট করলে ২৩০ থেকে ২৪০ উঠতেই পারতো। তাহলে প্রথম ম্য়াচে অন্তত হারতে হতো না। প্রথম ম্যাচে ভারত চার অলরাউন্ডারকে নিয়ে দল গড়ে। তাঁদের তিনজন ব্যাট হাতে রান পাননি। এই পরিস্থিতিতে খামতি মিটিয়ে সিরিজ হার এড়াতে বদ্ধপরিকর মেন ইন ব্লু। ফলে একজন অলরাউন্ডার কমিয়ে মিডল অর্ডারে কোনও ব্যাটারকে নেওয়া হতে পারে।

ভারত কি রদবদলের পথে?

আজ শিখর ধাওয়ান জানিয়েছেন, শার্দুল ঠাকুর ম্যাচ খেলার জন্য ফিট। যদিও অক্ষর প্যাটেলের চোটের কতটা উন্নতি হয়েছে সে সম্পর্কে ধারণা মেলেনি। তবে অক্ষর দলে এলে বসতে হতে পারে শাহবাজ আহমেদকে। ভারত যদি কোনও ব্যাটারকে দলে নেয় সেক্ষেত্রে লড়াই ঈশান কিষাণ, রাহুল ত্রিপাঠী ও রজত পাটীদারের মধ্যে। বাংলাদেশের স্পিনারদের সামলাতে ইতিমধ্যেই বিশেষ অনুশীলন করেছে ভারতীয় দল। কালকের ম্যাচে ২১ রান করলে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার পর দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ সফরে গিয়ে একদিনের সিরিজে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি। কাল মীরপুরে টস জিতলে সংশ্লিষ্ট দল প্রথমে বোলিং নেবে বলেই মনে করা হচ্ছে। বিকেলের পর ডিউ ফ্যাক্টরই যার অন্যতম কারণ।

মীরপুরেই বাংলাদেশের পকেটে সিরিজ?

মীরপুরেই বাংলাদেশের পকেটে সিরিজ?

বাংলাদেশের বোলিং বিভাগ নিয়ে কিছু বলার না থাকলেও ব্যাটিং নিয়ে কিন্তু স্বস্তি নেই। একটা সময় ১০৪টি বলে কোনও বাউন্ডারি আসেনি। সেই চাপে চার উইকেটে ১২৮ থেকে ৯ উইকেটে ১৩৬ হয়ে গিয়েছিল লিটন দাসের দলের। ফলে জয় এলেও শের এ বাংলার উইকেটে ব্যাটিং আরও ভালো করতে হবে বাংলাদেশকেও। মনে করা হচ্ছে, বাংলাদেশ কালকের ম্য়াচে প্রথম একাদশে কোনও পরিবর্তন আনবে না। আজ বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, তাসকিনের ফিটনেসের উন্নতি হলেও তাঁকে মাঠে নামাতে তাড়াহুড়ো করার ঝুঁকি নেওয়া হবে না। গত মাসের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে পিঠে চোট লাগে দেশের তারকা পেসারের।

একনজরে সম্ভাব্য একাদশ

একনজরে সম্ভাব্য একাদশ

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশে কারা থাকতে পারেন:

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, কুলদীপ সেন

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।

FIFA World Cup 2022: পেলে-র বার্তা পেয়ে উজ্জীবিত ব্রাজিল, কোরিয়াকে ছিটকে দিয়ে নজরকাড়া সেলিব্রেশনFIFA World Cup 2022: পেলে-র বার্তা পেয়ে উজ্জীবিত ব্রাজিল, কোরিয়াকে ছিটকে দিয়ে নজরকাড়া সেলিব্রেশন

English summary
India vs Bangladesh 2nd ODP Preview With Statistics Pitch Report And Predicted XI. Bangladesh Set Sights On Second Successive Home-Series Win Over India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X