For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-অস্ট্রেলিয়া মহারণে ভাগ্য গড়বেন কারা, ভবিষ্যদ্বাণী জাহির খানের

ভারত-অস্ট্রেলিয়া মহারণে ভাগ্য গড়বেন কারা, ভবিষ্যদ্বাণী জাহির খানের

  • |
Google Oneindia Bengali News

একদিকে আইএসএলে ভারতীয় ফুটবলের মহাযজ্ঞ, অন্যদিকে বিশ্বক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। খেলার দুনিয়া জুড়ে ফ্যানেদের উত্তেজনার পারদ এখন ক্রমশ উর্ধ্বমুখী। ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু ইন্ডিয়ান সুপার লিগ। অন্যদিকে ঠিক এক সপ্তাহ পর অস্ট্রেলিয়ার মাটিতে সফর শুরু করতে চলেছে ভারত। সিডনিতে ওডিআই মহারণ দিয়ে ভারতের অজি সফরে ঢাকে কাঠি। আর এই অজি সফর নিয়ে এবার ভবিষ্যদ্বাণী জাহির খানের।

অজি সফরে তুরুপের তাস কারা

অজি সফরে তুরুপের তাস কারা

ভারতের হয়ে বিশ্বকাপ জেতা পেসারের মতে, এবার ভারত অস্ট্রেলিয়া মহারণে বোলাররা সিরিজ জুড়ে তুরুপের তাস হতে চলেছেন। ব্যাটসম্যান নয়, দুই দলের বোলাররাই এবছর ম্যাচ জয়ের আসল নয়ক হতে চলেছেন বলে মনে করছেন জাহির।

জাহির কী বললেন

জাহির কী বললেন

এই নিয়ে জাহির খান বলেন, 'ওডিআই, টি-২০ ও টেস্ট সিরিজে যে দলের বোলিং বিভাগ সংঘবদ্ধ ভাবে বিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে পারবে, তারাই এবছর সিরিজ জেতার মতো অবস্থায় থাকবে। অস্ট্রেলিয়ার গতি ও বাউন্সের পিচ বোলারদের সুবিধে দেবে। বিশ্বে এই মুহূর্তে সবার মুখে মুখে যে সব পেসারদের নাম ঘোরাফেরা করে, তাঁদের এই সিরিজে দেখা যাবে। ফলে এই সিরিজে দুই দলের বোলাররাই সবেচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। '

অজি পেস বিভাগ নিয়ে কী বলেছেন কোচ

অজি পেস বিভাগ নিয়ে কী বলেছেন কোচ

অন্যদিকে সিরিজ শুরুর দিন যত এগিয়ে আসছে, ততই ভারত-অস্ট্রেলিয়া মহারণ ঘিরে উত্তাপ বাড়ছে। দুবছর আগে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হেরে বসেছিল অস্ট্রেলিয়া। সফর শুরুর আগে সেই নিয়ে প্রতিক্রিয়ায়, এবার বদলে যাওয়া শক্তিশালী বোলিং বিরাটদের প্রতিমুহূর্তে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে জানিয়ে রেখেছেন জাস্টিন ল্যাঙ্গার।

একনজরে সফরের সূচি

একনজরে সফরের সূচি

২৭ নভেম্বর ওডিআই ম্যাচ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু। সফরের শুরুতে তিনটি ওডিআই রয়েছে। ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর ওডিআই ম্যাচ। এরপর ৪,৬ ও ৮ ডিসেম্বর টি-২০ সিরিজ রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে মাঠে নামছে। ১৭ ডিসেম্বর দিন রাতের টেস্ট দিয়ে টেস্ট সিরিজে ঢাকে কাঠি পড়তে চলেছে।

 আচমকাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে ভারত, কোন ম্যাচ না খেলেই কেন শীর্ষে অস্ট্রেলিয়া? আচমকাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে ভারত, কোন ম্যাচ না খেলেই কেন শীর্ষে অস্ট্রেলিয়া?

English summary
India vs Australia:Zaheer Khan feels Bowlers will decide fate of India-Australia contest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X