For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাপ্য জয় পেয়েছেন, দাবি বিরাটের - অ্যাডিলেড টেস্টের পর কী বললেন পেইন-পুজারা-পন্থরা

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচে ভারতের জয়ের পর কে কী বললেন?

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টেই জয় পেয়েছে ভারত। ভারত শেষ পর্যন্ত ৩১ রানে জয়ী হলেও অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্য়াটসম্য়ানরা দারুণ লডা়ই করে একসময় ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন। জেতার পর অবশ্য ভারতের অধিনায়ক বিরাট কোহলি দাবি করলেন, এই জয় তাদেরই প্রাপ্য ছিল। কারণ দুই দলের মধ্যে তাঁরাই সেরা।

ভারতের জয় নিয়ে প্রশংসা উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ক্রিকেট মহল ভারতের শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সের পাশাপাশি প্রশংসা করেছে অজি লোয়ার অর্ডারের লড়াইয়েরও। তাদের জন্যই ১৫৬ রানের মাথায় শন মাহর্শ আউট হওয়ার পরও অস্ট্রেলিয়া ইনিংস ২৯১ রানে পৌঁছায়। কিন্তু দলের পারফরম্য়ান্স নিয়ে কী মত অধিনায়ক টিম পেইনের? কীই বা বললেন ম্যাচের সেরা পুজারা বা বিশ্বরেকর্ড করা ঋষভ পন্থ? দেখে নেওয়া যাক একনজরে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

তিনি জানিয়েছেন, প্য়াট কামিন্স আউট হতেই দলের সবাই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিলেন। মনে মনে দারুণ উত্তেজনা চললেও বাইরে তা প্রকাশ না করে শান্ত থেকেছেন। তবে তাঁরা জানতেন, এটা একটা ভাল বল বা ব্য়াটসম্য়ানদের একটা ভুলের মামলা। চার বোলার নিয়ে খেলেই তাঁরা ২০টি উইকেট তুলতে পেরেছেন বলে বোলারদের নিয়ে গর্বিত তিনি বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। তবে বোলাররা বেশ কেকটি সিরিজ থেকেই ভাল পারফর্ম করছেন, এখানে পরীক্ষাটা ছিল ব্য়াটসম্য়ানদের নিজেদের তুলে ধরার। তা এখানে করে দেখিয়েছেন পুজারা ও ব়াহানে। তবে তাঁরা এই অস্ট্রেলিয়া দলের থেকে ভাল দল বলেই এই জয় তাঁদের প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি। তবে পার্থ-এ পরের টেস্টে মিডল ও লোয়ার অর্ডারের কাছ থেকে আরও ভাল ব্য়াটিং চেয়েছেন তিনি।

ম্যাচের সেরা পুজারা

ম্যাচের সেরা পুজারা

ম্য়াচের সেরা চেতেশ্বর পুজারা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় আগে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সফরের আগে তিনি প্রস্তুতি নিয়েছিলেন। তৈাই তাঁরক সাফল্যের মূল চাবিকাঠি। তবে জয়ের সব কৃতিত্ব তিনি বোলারদের দিয়েছেন। জানিয়েছেন, বোলাররা প্রথম ইনিংসে অত কম রান হাতে পেয়েও যে ১৫ রানের লিড এনে দিয়েছিলেন, সেটা দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের আত্মবিশ্বাস জুগিয়েছে।

টিম পেইন

টিম পেইন

অজি অধিনায়ক জানিয়েছেন জয়ের কাছাকাছি এসেও না জিততে পারায় মন ভেঙে গিয়েচে। অবশ্য কোহলির মতো তিনিও মনে করেন, এই জয় ভারতের প্রাপ্যই ছিল। কারণ প্রথম থেকেই ভারত ভাল খেলেছে। তবে তাঁর মতে দুই দলের মধ্যে মূল ফারাকটা গড়ে দিয়েছেন পুজারা। এই হারের পরও এই সিরিজ জেতার বিষয়ে তাঁদের দল আত্মবিশ্বাসী বলে দাবি করেছেন পেইন। পার্থ-এ তাঁরা জিততেই নামবেন।

বিশ্বরেকর্ড ছোঁয়া ঋষভ পন্থ

বিশ্বরেকর্ড ছোঁয়া ঋষভ পন্থ

অ্যাডিলেড টেস্টে ১১টি ক্য়াচ নিয়ে পন্থ ১ টেস্টে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। জয়ের পর তিনি জানিয়েছেন শেষের দিকে অস্ট্রেলিয়া লক্ষ্যের এত কাছাকাছি এসে গিয়েছিল, যে তিনি নার্ভাস হয়ে গিয়েছিলেন। ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার থেকেও দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি বেশি আনন্দ পেয়েছেন বলে দাবি করেছেন এই ২১ বছরের উইকেটরক্ষক। আর উইকেটের পিছন থেকে প্রতিপক্ষ ব্য়াটসম্য়ানকে উত্যক্ত করা তাঁর খুব পছন্দের বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ব্যাটসম্যানরা বোলারকে ছেড়ে তাঁর কথায় মন দিতে শুরু করেন, সেই ব্য়াপারটা তিনি উপভোগ করেন।

English summary

 Who said what, after India won a breathtaking test match against Australia in Adelaide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X