For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া: চার নম্বরে বিরাটের ওডিআই রেকর্ড কী জেনে নিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই ওডিআইয়ে দলে তিন ওপেনারই খেলছেন। রোহিত-ধাওয়ানের সঙ্গে রয়েছেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে এদিন ধাওয়ান-রোহিতে ব্যাটিংয়ে নামেন। এরপর তিনে রাহুলের ব্যাটিং করতে নামেন।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই ওডিআইয়ে দলে আজ তিন ওপেনারই খেলছেন। রোহিত-ধাওয়ানের সঙ্গে রয়েছেন লোকেশ রাহুল।

ওপেনিংয়ে এদিন ধাওয়ান-রোহিতে ব্যাটিংয়ে নামেন। এরপর তিনে রাহুলের ব্যাটিং করতে নামেন। চারে খেলবেন বিরাট কোহলি। দলের সঠিক কম্বিনেশনের জন্য পছন্দের তিন নম্বর জায়গা ছেড়ে চার নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট।

ভারত বনাম অস্ট্রেলিয়া: চার নম্বরে বিরাটের ওডিআই রেকর্ড কী জেনে নিন

একনজরে দেখে নেওয়া যাক, ওডিআই ক্রিকেটে চার নম্বরে ব্যাটিং করে বিরাটের পরিসংখ্যান কী

১) দেশের হয়ে ৪২টি ওডিআই ম্যাচে বিরাট চার নম্বরে ব্যাটিং করেছেন।
২) এই ৪২ ম্যাচে দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট ১৭৫১ রান করেন।
৩) চার নম্বরে নেমে বিরাটের ঝুলিতে সর্বোচ্চ রান ১৩৯*।
৪) ওডিআই কেরিয়ারে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৭ বার সেঞ্চুরি পেয়েছেন কোহলি।

প্রসঙ্গত এদিন টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে এদিন প্রথম ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া। ১৫ বলে ১০ রান হাঁকিয়ে শুরুতেই রোহিত সাজঘরে ফিরে যান। দলের হয়ে তিন নম্বরে নেমেছেন লোকেশ রাহুল।

উল্লেখ্য এদিন ওয়াংখেড়েতে রেকর্ডের সামনে রয়েছেন বিরাট। এদিন ঘরের মাঠে একটি সেঞ্চুরি হাঁকালে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কীর্তি ছুঁয়ে ফেলবেন কোহলি।

দেশের মাটিতে সচিনের ১৯টি ওডিআই সেঞ্চুরি ছিল। মুম্বইয়ে অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাটের দেশের মাটিতে ওডিআই সেঞ্চুরি সংখ্যা ১৮।

English summary
India vs Australia: Virat kohli India's new No. 4, have a look to stat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X