For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নটরাজন নয়, উমেশের পরিবর্তে খেলতে পারেন এই পেসার, জল্পনা তুঙ্গে

নটরাজন নয়, উমেশের পরিবর্তে খেলতে পারেন এই পেসার, জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

অজিভূমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ভারতীয় শিবিরে চোট আঘাত যেন প্রতিদিনের সমস্যা। প্রথম টেস্টে শামি কব্জির হাড় ভেঙে ছিটকে যাওয়ার পর এবার দ্বিতীয় টেস্টে কাফ মাসলে পাওয়া চোটের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন উমেশ। এদিন সরকারিভাবে উমেশে সিডনি ও ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। চোট সারাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন উমেশ। যারপর ডনের দেশে সিডনিতে তৃতীয় টেস্টে ভারতের তৃতীয় পেসার কে হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

সম্ভাবনা ১

সম্ভাবনা ১

প্রথম সম্ভাবনা হিসেবে টি নটরাজনের নাম উঠে আসছে। নেট বোলার হিসেবে অজিভূমের শিবিরে ছিলেন। পরবর্তী সময়ে বরুণ চক্রবর্তীর চোটে সরকারিভাবে টি-২০ দলের তালিকায় তাঁর নাম ঢুকে পড়ে। এরপর ওডিআইয়ে সাইনির পরিবর্ত হিসেবে সুযোগ পান নটরাজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে ভারতের হয়ে অভিষেক। এরপর দেশের হয়ে তিনটি টি-২০তেই খেলেছেন। টেস্টের দলে না থাকলেও নেট বোলার হিসেবে তাঁকে অজিভূমে রেখে দেওয়া হয়েছিল। এবার উমেশের চোটের পর নটরাজন সুযোগ পেতে পারেন বলে ধরে নেওয়া হচ্ছে।

সম্ভাবনা ২

সম্ভাবনা ২

অন্যদিকে শার্দুল ঠাকুরে নামও ভাসছে। বোর্ডের এক সূত্র মতে জানা গিয়েছে, উমেশের জায়গায় শার্দুল তৃতীয় পেসার হিসেবে সিডনি টেস্টে ভারতীয় দলে ঢুকে পড়তে পারেন। শেষ পর্যন্ত নটরাজন না শার্দুল, কার ভাগ্যে শিঁকে ছেঁড়ে সেটাই এখন দেখার।

কেন নয় নটরাজন, কেন শার্দুল

কেন নয় নটরাজন, কেন শার্দুল

বোর্ডের সূত্র থেকে আরও জানা গিয়েছে, প্রথম শ্রেণীর ক্রিকেটে নটরাজনের অভিজ্ঞতা কম। তামিলনাড়ুর হয়ে নটরাজন একটি মাত্র ম্যাচ খেলেছেন। সেখানেই শার্দুল ঠাকুর মুম্বইয়ের হয়ে লাল বলে ঘরোয়া ক্রিকেটে একাধিক ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে শার্দুলের অভিজ্ঞতা নটরাজনের থেকে অনেক বেশি। সেই কারণেই নটরাজনকে পিছনে ফেলে শার্দুল সিডনিতে খেলতে পারেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে শার্দুলের পারফর্ম্যান্স

প্রথম শ্রেণীর ক্রিকেটে শার্দুলের পারফর্ম্যান্স

প্রসঙ্গত প্রথম শ্রেণীর ক্রিকেটে শার্দুলের ব্যাটে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত শার্দুল ৬২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২০৬ টি উইকেট নিয়েছেন। ফলে তৃতীয় টেস্টে তাঁর সুযোগ পাওয়ার পাল্লা ভারী।

বর্ষশেষে ভারতীয় দল ছুটিতে, ব্যাটিং কোচকে নিয়ে আজ প্রস্তুতিতে নেমে পড়লেন রোহিতবর্ষশেষে ভারতীয় দল ছুটিতে, ব্যাটিং কোচকে নিয়ে আজ প্রস্তুতিতে নেমে পড়লেন রোহিত

English summary
India vs Australia: Shardul Thakur likely to play in Sydney test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X