For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিও সমর্থকদের গালিগালাজের শিকার হয়েছি, বর্ণবিদ্বেষ বিতর্কের মাঝে বিস্ফোরক অজি ক্রিকেটার

আমিও সমর্থকদের গালিগালাজের শিকার হয়েছি, বর্ণবিদ্বেষ বিতর্কের মাঝে বিস্ফোরক অজি ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

সিডনি টেস্টে বর্ণবিদ্বেষের শিকার বুমরাহ-সিরাজ। যে ঘটনার পর ক্রিকেটবিশ্বে সোরগোল পরে গিয়েছে। ইতিমধ্যে সিডনির গ্যালরি থেকে ফ্যানেদের বর্ণবিদ্বেষমূলক কটূক্তি নিয়ে তদন্ত শুরু করেছি ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘটনার নিন্দা করে অস্ট্রেলিয়াকে দ্রুত রিপোর্ট জমা দিয়ে বলেছে আইসিসি। অজিভূমে ফ্যানদের বর্ণবৈষম্যমূলক কটূক্তি নিয়ে যখন ক্রিকেট দুনিয়া তোলপাড় তখনই, 'গ্যালারির দর্শকরা গালাগাল দেয়!' বলে বোমা ফাটালেন ন্যাথান লায়ন।

সিডনিতে ঠিক কী ঘটেছিল

সিডনিতে ঠিক কী ঘটেছিল

সিডনিতে তৃতীয় দিনের খেলায় ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে কটূক্তি করা হয়। গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক গালিগালাজ শুনে ভারতীয় দলের পক্ষ থেকে আম্পায়ারদের অভিযোগ জানানো হয়।

টানা দ্বিতীয় দিন বর্ণবিদ্বেষের শিকার সিরাজ

টানা দ্বিতীয় দিন বর্ণবিদ্বেষের শিকার সিরাজ

রবিবার ম্যাচের চতুর্থ দিন এরপর ফের বর্ণবৈষম্যের শিকার হন সিরাজ। ঘটনা হাতের বাইরে চলে যেতে দেখে আম্পায়াররা পুলিশের সাহায্য চান। পুলিশ ছয় জন ক্রিকেট সমর্থককে বের করে দিলে, ফের খেলা শুরু হয়।

ভারতের কাছে ক্ষমা চেয়েছেন ওয়ার্নার

ভারতের কাছে ক্ষমা চেয়েছেন ওয়ার্নার

গ্যালারির দর্শকদের এই ঘটনার জন্য, অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় সিরাজের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ভারতীয় দলের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়ার্নার।

বোমা ফাটালেন ন্যাথান লায়ন

বোমা ফাটালেন ন্যাথান লায়ন

এবার বোমা ফাটালেন ন্যাথান লায়ন। গ্যালারি থেকে তিনি গালাগালাজ দিতে শুনেছেন বলে অজি স্পিনার জানিয়েছেন। তবে এক্ষেত্রে তিনি সিডনি ঘটনার উল্লেখ করেননি।

কী বলেছেন লায়ন

কী বলেছেন লায়ন

ন্যাথন লায়ন বলেন, 'আমিও এই ঘটনার মধ্য়ে দিয়ে গিয়েছি। অন্য দেশের গ্যালারি থেকে আমকেও কটূক্তি করা হয়েছে।' এরপর লায়ন জুড়েছেন, 'মাঠে ফ্যানরা এই আচরণ করে মজা পান। বাউন্ডারির সামনে কাউকে কটূক্তি করে মনসংযোগ ভাঙার চেষ্টা করেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আমরা যেস্থানেই খেলতে যাই না কেন। পৃথিবীর সর্বত্র এটা বন্ধ হওয়ার উচিত।'

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন কোন ফ্যাক্টরে এগিয়ে থাকবে ভারত?ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন কোন ফ্যাক্টরে এগিয়ে থাকবে ভারত?

English summary
India vs Australia: Nathan Lyon says Have faced abuse from crowds in stadiums
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X