For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজি দলে সুখবর! যোগ দিচ্ছেন দিন রাতের টেস্টে বল হাতে ঈর্ষণীয় পারফর্ম্যান্স করা নায়ক

অজি দলে সুখবর! যোগ দিচ্ছেন দিন রাতের টেস্টে বল হাতে ঈর্ষণীয় পারফর্ম্যান্স করা নায়ক

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার আর মাত্র তিন দিন। তারপরই ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে ঢাকে কাঠি। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলের দিন রাতের টেস্টে মাঠে নামছে ভারত। ইতিমধ্য়ে টেস্ট সিরিজ ঘিরে দুই দলের মধ্য়েই উন্মাদনা তু্ঙ্গে। এর মাঝেই অজি শিবিরে সুখবর। দলের অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক সোমবারই অজি দলে যোগ দিতে চলেছেন।

পিঙ্ক বলে অজিদের ভরসার মুখ স্টার্ক

পিঙ্ক বলে অজিদের ভরসার মুখ স্টার্ক

এবছর টেস্টে ভারতের বিরুদ্ধে মিচেল স্টার্ককে খেলতে দেখা যাবে। বাঁ-হাতি অভিজ্ঞ স্টার্কের এই সংযোগ ভারতীয় ব্যাটিংয়ের বিরুদ্ধে অজি বোলিংকে অনেক বেশি শক্তিশালী করতে চলেছে বলে মনে করছেন জস হ্যাজেলউড।

গোলাপি বলে স্টার্কের উইকেটসংখ্যা জেনে নিন

গোলাপি বলে স্টার্কের উইকেটসংখ্যা জেনে নিন

গোলাপি বলে স্টার্কের অতীতের পারফর্ম্যান্স ঈর্ষনীয়। কেরিয়ারে এখনও পর্যন্ত গোলাপি বলে ৭টি দিন রাতের ম্যাচে স্টার্ক ৪২টি উইকেট পেয়েছেন। ফলে বিরাটদের বিরুদ্ধে অ্যাডিলেডে স্টার্ক দলকে বড় ভরসা দিচ্ছেন বলে মনে করছেন হ্যাজেলউড।

 সোমবারই শিবিরে যোগ দেওয়ার কথা

সোমবারই শিবিরে যোগ দেওয়ার কথা

পরিবারের এক জনের অসুস্থতার কারণে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন স্টার্ক। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ান এক সদস্য ক্রিকেটারের সঙ্গে স্টার্ক সোমবারই অ্যাডিলেডে পৌঁছবেন।

বোলিংয়ে গভীরতা বাড়ল, ব্যাটিং নিয়ে চিন্তা

বোলিংয়ে গভীরতা বাড়ল, ব্যাটিং নিয়ে চিন্তা

স্টার্ক ফিরে আসায় অস্ট্রেলিয়া দলের বোলিং শক্তির গভীরতা বাড়ল। ভারতের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড,প্যাট কামিন্সের সঙ্গে স্পিনার ন্যাথান লায়ন, বোলিংয়ে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে পরিকল্পনা তৈরি অস্ট্রেলিয়ার। তবে ওডিআই সিরিজের মাঝে কুঁচকিতে চোট পাওয়ার কারণে ওপেনার ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে পাচ্ছে না। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে তরুণ ওপেনার উইল পুকোভস্কিকে ব্যাট করতে দেখা যেতে পারে। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি মাথায় চোট পেয়েছেন। চোট গুরুতর না হলে তিনিই সম্ভবত ওপেন করবেন। চলতি বছরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে পুকোভস্কির টানা দুই ম্যাচে দুটি দুশো রানের ইনিংস রয়েছে। অজিদের হয়ে এই পুকোভস্কি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় চমক হতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

English summary
India vs Australia: Mitchell Starc's set to re-join the Aussie squad after taking family leave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X