For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের সাফল্য ভারতের বিরুদ্ধে সিরিজে ধরে রাখতে চান অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার

আইপিএলের সাফল্য ভারতের বিরুদ্ধে সিরিজে ধরে রাখতে চান অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার

  • |
Google Oneindia Bengali News

ভরসা রাখলে তিনি যে মান রাখতে পারেন, আইপিএল ২০২০তে দলকে ফাইনালে তুলে দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির প্রথম ম্যাচে ব্যাটে ২১ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংসের পর ফাইনাল ওভারে দুরন্ত বোলিংয়ে লড়াই সুপার ওভারে নিয়ে গিয়েছিলেন অজি ক্রিকেটার। তাঁর ব্যাটে-বলেই ম্যাচে দিল্লির জয় এসেছিল।

আইপিএলের সাফল্য ভারতের বিরুদ্ধে সিরিজে ধরে রাখতে চান অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার

১৩ তম আইপিএলে শুরু থেকে শেষ এভাবেই দিল্লির হয়ে প্রতি ম্যাচেই দাগ কেটেছেন স্টোইনিস। এবার আইপিএলের এই সাফল্য ধরে রেখেই ভারতের বিরুদ্ধে সিরিজে নজর কাড়তে চান অজি অলরাউন্ডার। ডেথ ওভার বোলিং থেকে ফিনিশার হিসেবে, আইপিএলে মন জয় করা ক্রিকেট খেলেছেন। ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে এমন প্রংশসীয় পারফর্ম্যান্সের পর এবার দেশের জার্সিতে বিরাট-শ্রেয়সদের বিরুদ্ধে দাগ কাটতে মরিয়া স্টোইনিস। প্রসঙ্গত আইপিএল ২০২০তে এবছর ১৭ ম্যাচ খেলে ৩৫২ রান করার পাশাপাশি ১৩ টি উইকেট নিয়েছেন স্টোইনিস।

২৭ নভেম্বর থেকে ভারতে অজি সফরে ঢাকে কাঠি। সিরিজ শুরুতে ওডিআই মহারণ। পর ধাপে ধাপে টি-২০ ও টেস্ট দ্বৈরথ। প্রথম ম্যাচ থেকে অজি ক্যাম্পে এই স্টোইনিসকে নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে। সীমিত ওভারে আগামী দিনে বিশ্বক্রিকেটকে ডানহাতি এই অলরাউন্ডার শাসন করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে ভারেতর মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে কখনও স্টোইনিস বনাম বিরাট কখনও স্টোইনিস বনাম বুমরাহ লড়াই কেমন জমে সেটাই এখন দেখার। ইতিমধ্যে ভারতের অজি সফরের জন্য অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন পন্টিং। তাঁকে নিয়ে জোরকদমে খাটতে শুরু করে দিয়েছেন স্টোইনিস।

English summary
India vs Australia: Marcus Stoinis eager to continue all round performance against India after Ipl Success
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X