For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিভূমে ভারত ৪-০ হারবে! মেলবোর্নে রাহানেরা জিততেই, প্রাক্তন ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী নিয়ে নেটিজেনদের ট্রোল

অজিভূমে ভারত ৪-০ হারবে! মেলবোর্নে রাহানেরা জিততেই, প্রাক্তন ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী নিয়ে নেটিজেনদের ট্রোল

  • |
Google Oneindia Bengali News

ডনের দেশ ভারত এবার ৪-০ হারবে। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে পাওয়ায় ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেন ভন!

প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়ার লিড

প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়ার লিড

ভনের করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে অজিভূমে প্রথম টেস্টে ভারতকে পর্যুদস্ত করে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে অজি বোলিংয়ের সামনে ৩৬ রানে অলআউট হয়। যা টেস্টে ভারতের দলগত সর্বনিম্ন স্কোর। ফলে গোলাপি বলের টেস্ট জিতে অস্ট্রেলিয়া ১-০ লিড নেয়।

মেলবোর্ন টেস্ট জিতে সমতায় ফিরল ভারত

মেলবোর্ন টেস্ট জিতে সমতায় ফিরল ভারত

নেই বিরাট, নেই শামি। রোহিত থেকে ইশান্ত-দুই শর্মাও নেই। প্রথম একাদশের সেরা চারকে হারিয়েও মেলবোর্নে অজিঙ্ক রাহানের ব্যাটে প্রত্যাঘাত ভারতের। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল ভারত।

ট্রোলের মুখে ভন

ট্রোলের মুখে ভন

এরপরই ভারতকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী নিয়ে মাইকেল ভনকে ভারতীয় ফ্যানেরা ট্রোল করেছেন। যেখানে ভারত ৪-০ সিরিজ হারবে, ভনের এই মন্তব্য নিয়েই ফ্যানেরা সমলোচনা করেন। সঙ্গে আগামী দিনে ইংল্যান্ড আবার ভারতের মাটিতে টেস্ট খেলতে আসবে, ইংল্যান্ড প্রস্তুত হও! ফ্যানেরা এমন কমেন্টও করেন।

ভনের ইউ টার্ন

ভনের ইউ টার্ন

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পরে এরপরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইউ টার্ন নেন। নতুন টুইটে ভারতকে মেলবোর্ন টেস্ট জেতার জন্য ভন শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, 'প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচ জেতা সবসময়ই কঠিন। নেতা অজিঙ্কের পাশাপাশি ব্যাটসম্যান অজিঙ্কও ভারতের এই প্রত্যাবর্তনের পর স্মরণীয় হয়ে থাকবে।'

বক্সিং ডে টেস্টে লেখা হল রেকর্ডের সাতকাহন! গর্বিত ভারত, লজ্জিত অস্ট্রেলিয়া!বক্সিং ডে টেস্টে লেখা হল রেকর্ডের সাতকাহন! গর্বিত ভারত, লজ্জিত অস্ট্রেলিয়া!

English summary
India vs Australia: Indian fans troll Michael Vaughan's 4-0 remark after India level series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X