For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন সিডনির ব্যাটিং ত্রাস ডেভিড ওয়ার্নার, অজিদের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা, নতুন কারা জুড়লেন

কেন সিডনির ব্যাটিং ত্রাস ডেভিড ওয়ার্নার, অজিদের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা, নতুন কারা জুড়লেন

  • |
Google Oneindia Bengali News

মেলবোর্নে ভারতের দুরন্ত প্রত্যাবর্তনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল এখন ১-১। এই পরিস্থিতিতে সিরিজের বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে চোটের পর দলে জায়গা পেলেন ডেভিড ওয়ার্নার।

তৃতীয় টেস্টেই ফিরতে পারেন ওয়ার্নার

তৃতীয় টেস্টেই ফিরতে পারেন ওয়ার্নার

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে দ্বিতীয় ম্যাচে কুচকিতে চোট পাওয়ায় ওয়ার্নার ছিটকে যান। এই পরিস্থিতিতে টি-২০ সিরিজে ছিলেন না ওয়ার্নার। কুচকির চোট তাঁকে প্রথম দুই টেস্ট থেকেও ছিটকে দিয়েছিল। এবার তৃতীয় টেস্ট থেকেই ভারতের বিরুদ্ধে খেলতে পারেন ওয়ার্নার।

নির্বাসনের পর ভারতের বিরুদ্ধে এই প্রথম টেস্টে খেলবেন ওয়ার্নার

নির্বাসনের পর ভারতের বিরুদ্ধে এই প্রথম টেস্টে খেলবেন ওয়ার্নার

২০১৮ সালে বল বিকৃতি কান্ডে জড়ানোর পরের নির্বাসনের পর ক্রিকেটে ফিরলেও এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টেস্টে ওয়ার্নারের মাঠে নামা হয়নি। ফলে সিডনিতে অস্ট্রেলিয়া ওয়ার্নারকে ফিরে পেতে, ভারতের বিরুদ্ধে অনেক বেশি শক্তি নিয়ে নামতে চলেছে।

সিডনিতে ত্রাস ওয়ার্নার

সিডনিতে ত্রাস ওয়ার্নার

প্রসঙ্গত টেস্ট কেরিয়ারে সিডনির মাঠ ওয়ার্নারের পয়া। এই মাঠে টেস্টে তাঁর চারটি শতরান রয়েছে। যার মধ্য়ে ভারতের বিরুদ্ধেও একটি সেঞ্চুরি রয়েছে। এই মাঠে ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে ওয়ার্নার সেঞ্চুরি হাঁকান। ভারতের ২০১৪-১৫ ক্রিকেট সফরে ওয়ার্নার সিডনি টেস্টে ১০১ রান হাঁকান।

কেরিয়ারের শেষ টেস্টে এই সিডনিতেই সেঞ্চুরি রয়েছে

কেরিয়ারের শেষ টেস্টে এই সিডনিতেই সেঞ্চুরি রয়েছে

এমনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে সিডনিতে ওয়ার্নার তাঁর শেষ টেস্টে খেলেছেন। সেখানে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অজি বাঁ-হাতি ১১১ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২৭৯ রানে ম্যাচ জেতে।

একনজরে শেষ দুই টেস্টের জন্য ঘোষিত অজি দল

একনজরে শেষ দুই টেস্টের জন্য ঘোষিত অজি দল

টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, সিন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, মার্কাস স্টোইনিস, ট্রাভিড হেড, মোসেস হেনরিকস, মার্নাস লাবুসানে, ন্যাথান লায়ন, মিচেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

সিডনি টেস্টে ভারতীয় দলে ব্যাপক রদবদল! অভিষেকের মুখে এক বাঁ-হাতি! ফিরবেন রাহুলও!সিডনি টেস্টে ভারতীয় দলে ব্যাপক রদবদল! অভিষেকের মুখে এক বাঁ-হাতি! ফিরবেন রাহুলও!

English summary
India vs Australia: David Warner returns, joe burns drops
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X