For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাত্মক ভুল, রোহিতের দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে চটে লাল সুনীল গাভাসকর

মারাত্মক ভুল, রোহিতের দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে চটলেন সুনীল গাভাসকর

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬৯ রান তাড়া করতে নেমে, হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রোহিতের দায়িত্বজ্ঞানহীন শট খেলা দেখে চটলেন সুনীল গাভাসকর। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে মাত্র ৬ রান আগে হিটম্যান আউট হন। দলের হয়ে রানের ভিত তৈরির মুহূর্তে এভাবে রোহিত আউট হওয়ায়, তাঁর সমালোচনায় সানি।

 কীভাবে আউট রোহিত

কীভাবে আউট রোহিত

৪৪ রানে ব্যাটিং করার মুহূর্তে অজি স্পিনার ন্যাথান লায়নের বোলিংয়ের বিরুদ্ধে বড় শট খেলার ঝুঁকি নিয়েছিলেন রোহিত শর্মা। সেই শটেই হিটম্যান মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। বড় শট খেলার পরই নিজের ভুল বুঝতে পেরে রোহিতকে হতাশা প্রকাশ করতেও দেখা যায়।

সুনীল গাভাসকর কী বললেন

সুনীল গাভাসকর কী বললেন

রোহিতের এমন ঝুঁকিপূর্ণ শট খেলা ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর একেবারেই মেনে নিতে পারেননি। দ্বিতীয় দিনের খেলায় লায়নের তৃতীয় ওভারেই রোহিত বড় শট খেলতে গিয়ে ডিপে স্টার্কের হাতে জমা পড়েন। অজি স্পিনার লায়ন ব্রিসবেনে কেরিয়ারের শততম টেস্ট খেলছেন। এই নিয়ে সানি বলেছেন, 'রোহিত সিনিয়র ক্রিকেটার হয়েও গুরুত্বপূর্ণ সময়ে রোহিত নিজের উইকেট উপহার দিয়ে এল। সিনিয়র ক্রিকেটার হিসেবে একেবারেই দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছে।'

দ্বিতীয় দিনের শেষে কোথায় দাঁড়িয়ে ভারত

দ্বিতীয় দিনের শেষে কোথায় দাঁড়িয়ে ভারত

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬৯ রান তাড়া করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে ভারত এখনও ৩০৭ রানে পিছিয়ে। ভারতের হয়ে অজিঙ্ক রাহানে ২ ও চেতেশ্বর পূজারা ৮ রানে ব্যাটিং করছেন।

অজিদের স্কোর

অজিদের স্কোর

অন্যদিকে মার্নাস লাবুশেনের ১০৮ রান ও টিম পেইনে ৫০ রানে ভর করে ভারতের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা ৩৬৯ রান তুলে অলআউট হয়।

English summary
India vs Australia, 4th Test: Sunil Gavaskar Fumes At Rohit Sharma out For Irresponsible Shot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X