দায়িত্বজ্ঞানহীন! সমালোচনার মাঝেই মুখ খুললেন হিটম্যান
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নির্ণায়ক ম্যাচ। যেখানে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৭০ রান তাড়া করতে নেমে, হাফ সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে আউট হয়ে এসেছেন রোহিত শর্মা। যারপর তাঁর 'দায়িত্বজ্ঞানহীন' শট খেলে আউট হওয়া নিয়ে প্রবল সমালোচনায় সুনীল গাভাসকর। সমালোচনার মাাঝেই এবার মুখ খুললেন হিটম্যান।

কীভাবে আউট রোহিত
অস্ট্রেলিয়ার হয়ে শততম টেস্ট খেলা ন্যাথান লায়নের তৃতীয় ওভারের বড় শট হাঁকাতে গিয়েই ঝুঁকি নিয়ে আউট হন রোহিত। আউট হওয়ার সময় হিটম্যান হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ছিলেন। লায়নকে ডেলিভারি মাঠের বাইরে ফেলতে গেলে রোহিতের মিস হিট হয়। এতেই ডিপে স্টার্কের হাতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে সাজঘরে ফিরে যান।

রোহিত শর্মাকে আউট করতে পারেন রোহিত শর্মাই!
ইতিমধ্যে রোহিতের আউট হওয়া নিয়ে মজার মিমও সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে। যেখানে ফ্যানেরা বলেছে, রোহিত শর্মাকে আউট করতে পারেন রোহিত শর্মাই! সিডনির পর ব্রিসবেনেও ঠিক এমনটাই হয়েছে। সিডনিতে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান হিটম্যান। এদিন হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বড় শট খেলতে গিয়ে সেট হয়ে গিয়েই আউট হয়ে সাজঘরে ফেরেন।

অনুশোচনা নেই রোহিতের
রোহিতের এই আউট হওয়ার পরই সুনীল গাভাসকর, দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য হিটম্যানের সমালোচনা করেছেন। রোহিত অবশ্য এই সবে কান দিতে নারাজ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'এই নিয়ে অনুশোচনা করতে রাজি নই।'

কী বললেন রোহিত
রোহিত বলেন, 'বোলারের উপর চাপ তৈরি করাই আমার প্রধান উদ্দেশ ছিল। আমি ঠিক জায়গাতেই পৌঁছেও গিয়েছিলাম। ডিপ স্কোয়ার লেগ এবং লং অনের মাঝে মারতে গিয়েছিলাম। তবে ঠিক ভাবে কানেক্ট হয়নি। পিচে রান তোলা কঠিন হচ্ছিল। তাই কাউকে আক্রমণ করতেই'

দ্বিতীয় দিনের শেষে স্কোর
শনিবার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে। এখনও পর্যন্ত দলের হয়ে রোহিতই সর্বোচ্চ ৪৪ রান হাঁকিয়েছেন। ভারত অজিদের প্রথম ইনিংসের থেকে এখনও ৩০৭ রানে পিছিয়ে রয়েছে।