For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে সিরিজ ২-১ করল ভারত

LIVE হোয়াইটওয়াশ রক্ষার ম্যাচে আজ ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে ম্যাচে মুখোমুখি ভারত

  • |
Google Oneindia Bengali News

সিডনির আতঙ্ক ফিরবে, নাকি ক্যানবেরা ভারতীয় দলের নতুন সূর্যোদয়! সিরিজ ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে আজ ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে মাঠে নামল ভারত। সিডনিতে রানের পাহাড় খরচের কারণে দুই ম্যাচেই হেরে বসতে হয়েছিল। যারপর ভারতীয় বোলিং এবং বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে তুমুল সমালোচনা শুরু। শেষ ম্যাচে প্রত্যাঘাত দিয়ে মেন ইন ব্লু জয়ের ছন্দে ফিরতে পারে কিনা,সেটাই এখন দেখার। সেই সঙ্গে অধিনায়ক কোহলি কোন পথে দলকে জয়ের সরণীতে ফেরাতে পারেন তাকিয়ে ক্রিকেটদুনিয়া। টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত।

LIVE আউট ম্যাক্সওয়েল, ভারতকে ম্যাচে ফেরালেন বুমরাহ

Newest First Oldest First
5:02 PM, 2 Dec

শেষ পর্য়ন্ত অস্ট্রেলিয়াকে ২৮৯ রানে অলআউট করে ১৩ রানে তৃতীয় ওডিআই জিতে ২-১ সিরিজ শেষ করল ভারত।
4:54 PM, 2 Dec

শেষ ওভারে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫ রান। ভারতের হয়ে বল করবেন জসপ্রীত বুমরাহ
4:45 PM, 2 Dec

ফের উইকেটের পতন, আউট অ্যাস্টন আগার। ৪৮ তম ওভারে বোলিংয়ে এসেই আগারকে আউট করলেন নটরাজন।
4:44 PM, 2 Dec

২ বলে দুই উইকেট! অজিদের বিরুদ্ধে কামব্যাক ভারতের
4:29 PM, 2 Dec

ম্যাক্সওয়েলকে ৫৯ রানে বোল্ড করলেন বুমরাহ। ফের ম্যাচে ফিরল ভারত।
4:29 PM, 2 Dec

আউট ম্যাক্সওয়েল, ভারতকে ম্যাচে ফেরালেন বুমরাহ
4:25 PM, 2 Dec

শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৩৯ রান প্রয়োজন।
4:16 PM, 2 Dec

৩১ বল খেলে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। পৌঁছলেন ৪৫ রানে।
4:15 PM, 2 Dec

বিধ্বংসী খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৩ তম ওভারে কুলদীপকে ছক্কা হাঁকালনে ম্যাক্সওয়েল।
4:00 PM, 2 Dec

অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে ৬৬ বলে ৯০ রান করতে হবে।
3:59 PM, 2 Dec

৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে।
3:58 PM, 2 Dec

অজিদের বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটসম্যান ৪২ বলে ৩৮ রান হাঁকিয়ে আউট হন।
3:57 PM, 2 Dec

আউট অ্যালেক্স ক্যারি। ম্যাক্সওয়েলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়লেন ক্যারি।
3:40 PM, 2 Dec

৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৮৩/৫। অজিদের হয়ে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি।
3:19 PM, 2 Dec

৩১ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৫৯ রান হাঁকিয়েছে।
3:19 PM, 2 Dec

২৭ বলে ২১ রান হাঁকিয়ে আউট ক্যামেরন গ্রিন। এদিন অস্ট্রেলিয়ার হয়ে এই বোলিং অলরাউন্ডার অভিষেক করেন। কুলদীপের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে গ্রিন আউট হন।
3:18 PM, 2 Dec

অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন, চালকের আসনে ভারত
3:03 PM, 2 Dec

৭৫ রান হাঁকিয়ে আউট ফিঞ্চ, অজিদের চতুর্থ উইকেটের পতন।
3:02 PM, 2 Dec

অবশেষে আউট ফিঞ্চ! জাদেজার বোলিংয়ের শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট ফিঞ্চ
2:49 PM, 2 Dec

ফিঞ্চের ক্যাচ ফেললেও শার্দুলের বোলিংয়ে দুরন্ত ক্যাচে হেনরিকসকে সাজঘরে ফেরালেন ধাওয়ান।
2:48 PM, 2 Dec

২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১১৮ রান হাঁকিয়েছে।
2:46 PM, 2 Dec

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। আউট মসেস হেনরিকস। ৩১ বলে ২২ রান হাঁকিয়ে আউট হেনরিকস।
2:40 PM, 2 Dec

৬১ বলে এদিন হাফ সেঞ্চুরি হাঁকালেন ফিঞ্চ। ওডিআই কেরিয়ারে এটি ফিঞ্চের ২৯ তম হাফ সেঞ্চুরি।
2:38 PM, 2 Dec

স্মিথের আউটের পর হাল ধরলেন ফিঞ্চ, অর্ধশতরান হাঁকিয়ে ছুটছেন অজি অধিনায়ক
2:20 PM, 2 Dec

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৭ ও হেনরিকস ১৩ রানে ব্যাটিং করছেন।
2:19 PM, 2 Dec

১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৭২ রান তুলেছে।
2:03 PM, 2 Dec

সিডনি পর পর দুই ম্যাচে ১০৫ ও ১০৪ রান হাঁকানোর পর আজ ৭ রানে আউট স্টিভ স্মিথ।
2:01 PM, 2 Dec

আউট স্মিথ! ৭ রানে আউট স্টিভ স্মিথ! শার্দুল ঠাকুরের বলে লেগ সাইডে মারতে গিয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্মিথ
1:59 PM, 2 Dec

১১ ওভার শেষে ১টি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৫৬ রান তুলেছে।
1:52 PM, 2 Dec

কতটা ভারী পড়তে পারে ফিঞ্চের জীবনদান, সেটাই এখন প্রশ্ন
READ MORE

English summary
India vs Australia 2020 3rd ODI from canberra Live Update in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X