মাঠে নামার আগে কেন ৬৩ সেকেন্ড নীরবতা পালন করতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া
শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ঢাকে কাঠি। মাঠে বল গড়ানোর আগে কাল ৬৩ সেকেন্ডের জন্য নীরবতা পালন করতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করতেই বিরাট-স্মিথদের নীরবতা পালন করতে দেখা যাবে।

২৭ নভেম্বর ২০১৪
২৭ নভেম্বর ২০১৪, ক্রিকেট প্রেমীদের কাছে ব্ল্যাক ডে। বিপক্ষ বোলারের ডেলিভারির আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ।

দুদিনের লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানেন ফিল
২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডের ম্যাচে হিউজ বাউন্সারের আঘাতে ঘাড়ে চোট পেয়েছিলেন। মুহূর্তে মাঠেই লুটিয়ে পড়েছিলেন। তড়িঘড়ি চিকিৎসা শুরু করা হলেও শেষরক্ষা হয়নি। দুদিনের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানেন ফিল। প্রাণোবন্ত ক্রিকেটারের এমন মর্মান্তিক প্রয়াণে ক্রিকেটদুনিয়া শোকস্তব্ধ হয়ে গিয়েছিল।

ফিলকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ক্রিকেটারদের
শুক্রবার ফিল হিউজের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী। ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের সেই ম্যাচে ৬৩ রানে অপরাজিত ছিলেন হিউজ। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যেই শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ৬৩ সেকেন্ড নীরবতা পালন করতে চলেছেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হিউজকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে পারেন কোহলি-স্মিথরা।

আকর্ষণের কেন্দ্রে বিরাটদের জার্সি
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ১৯৯২ বিশ্বকাপের নস্ট্যালজিয়া ফিরিয়ে আনতে চলেছে ভারত। ১৯৯২ বিশ্বকাপে কপিল দেব-সচিন তেন্ডুলকরদের রেট্রো জার্সিতে ভারতীয় ক্রিকেটারদের ওডিআই সিরিজে খেলতে দেখা যাবে।
আইএসএল ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ, মুখোমুখি সাক্ষাতের ফল