For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনে টেস্টে চালকের আসনে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া, এগিয়ে ২৯৮ রানে

পুনে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। ভারতকে ১০৫ রানে গুটিয়ে দেওয়ার পরে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৪৩/৪। অধিনায়ক স্টিভ স্মিথ ৫৯ রানে অপরাজিত রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

পুনে, ২৪ ফেব্রুয়ারি : পুনে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। ভারতকে ১০৫ রানে গুটিয়ে দেওয়ার পরে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৪৩/৪। অধিনায়ক স্টিভ স্মিথ ৫৯ রানে অপরাজিত রয়েছেন। সবমিলিয়ে ২৯৮ রানে দ্বিতীয় দিনের খেলার শেষে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রণ অশ্বিন আপাতত ৩ উইকেট নিয়েছেন।

এদিন সকালে অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিলেও ব্যাটিং বিপর্যয়ে পুনে টেস্টে বিপদে পড়ে যায় বিরাট কোহলির ভারত। মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ভারতীয় ব্যাটিং। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া দলের রান ছিল ২৫৬/৯। এদিন সকালে মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন রবিচন্দ্রণ অশ্বিন। সবমিলিয়ে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ২৬০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে দলের ২৬ রানের মাথায় ব্যক্তিগত ১০ রানের মাথায় আউট হন মুরলী বিজয়। এরপরে একেরপর এক ব্যাটসম্যান একে একে সাজঘরে ফিরে গিয়েছেন। পূজারা (৬ রান,) কোহলি (০ রান), অজিঙ্ক রাহানে (১৩ রান), রবিচন্দ্রণ অশ্বিন (১ রান), ঋদ্ধিমান সাহা (০ রান) কেউ এদিন রান পাননি।

পুনে টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়, ১০৫ রানে শেষ টিম কোহলি

একমাত্র কেএল রাহুল ৬৪ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে বাকী সতীর্থরা কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ফলে ঘরের মাঠে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে মাত্র ৪০.১ ওভার ব্যাট করেছে ভারত। বহুদিন পরে ঘরের মাঠে এভাবে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয় হল।

অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ ও'কেফে ৩৫ রানে ৬টি উইকেট নিয়েছেন। এছাড়া মিচেল স্টার্ক ২টি, জোশ হ্যাজেলউড ১টি ও নাথন লিয়ঁন ১টি উইকেট নিয়েছেন। মিচেল স্টার্কের একটি অফস্টাম্পের বাইরের বল তাড়া করে ড্রাইভ করতে গিয়ে আউট হন কোহলি। এছাড়া ফর্মে থাকা রাহানে, পূজারাও সেভাবে এদিন নিজেকে মেলে ধরতে পারেননি।

English summary
Left-arm spinner Steve O'Keefe picked up his maiden five-wicket haul, including three in an over, to trigger a spectacular collapse and help Australia bundle out hosts India for 105 in their first innings of the opening test on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X