For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলে দিন রাতের টেস্টে ঋদ্ধিমান না ঋষভ, কাকে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

গোলাপি বলে দিন রাতের টেস্টে ঋদ্ধিমান না ঋষভ, কাকে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে প্রথম টেস্ট। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন রাতের টেস্ট দিয়ে ডনের দেশে চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত। সেখানেই গোলাপি বলের প্রথম টেস্ট মহারণে ভারতের হয়ে দস্তানা হাতে কে দায়িত্বে থাকবেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিল।

পন্থের ঝোড়ো ইনিংস

পন্থের ঝোড়ো ইনিংস

শনিবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের শেষ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ে ২২ রান সংগ্রহ করেন পন্থ। সেই সুবাদে দুরন্ত সেঞ্চুরি ঋষভ পন্থের। মাত্র ৭৩ বল খেলে পন্থ ১০৩ রান হাঁকান। পন্থের এই ইনিংস ৯টি চার ও ৬টি ছক্কা দিয়ে সাজানো।

পন্থ না ঋদ্ধিমান, প্রথম টেস্টে কে

পন্থ না ঋদ্ধিমান, প্রথম টেস্টে কে

প্রস্তুতি ম্যাচের এমন বিধ্বংসী ইনিংস খেলার সুবাদে প্রথম টেস্টে সুযোগ পাওয়ার জন্যে দরজায় কড়া নাড়া শুরু করে দিয়েছেন পন্থ। অন্যদিকে ঋদ্ধিমান সাহা আবার প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন। ফলে প্রথম টেস্টে ঋদ্ধিমান না পন্থ, উইকেটকিপার হিসেবে কাকে নেওয়া হবে, সেই নিয়ে ধন্দে টিম ম্যানেজমেন্ট।

 বিশেষজ্ঞরা কী বলছেন

বিশেষজ্ঞরা কী বলছেন

পন্থের ঝোড়ো ইনিংসের পর অনেকেই যখন তাঁকে নিয়ে আশাবাদী, তখন প্রথম টেস্টে উইকেটকিপার হিসেবে ভারতীয় দলে কাকে খেলানো উচিত সেই নিয়ে সঞ্জয় মাঞ্জরেকর মুখ খুললেন।

কী জানালেন মাঞ্জরেকর

কী জানালেন মাঞ্জরেকর

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিশিষ্ট ধারাভাষ্যকার মাঞ্জরেকর জানিয়েছেন, 'টেস্ট মহারণে একবার ক্যাচ ফসকালে তার বড় খেসারত দিয়ে হয়। টেস্ট ক্রিকেটের মঞ্চে কিপিং টেকনিটে এগিয়ে থাকা উইকেটকিপারেরই সুযোগ পাওয়া উচিত। স্টিভ স্মিথের মতো ক্রিকেটারের একবার ক্যাচ ফেললে উনি দুশো হাঁকিয়ে তবেই মাঠ ছাড়বেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে উচ্চমানের কিপারের প্রয়োজন। তাই আমার ভোট ঋদ্ধিমান সাহার দিকেই থাকবে। '

English summary
India vs Aus: Sanjay Manjrekar backs Wriddhiman Saha over Rishabh Pant for first Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X