For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯: ক্যাঙ্গারুর দেশে ভারতের ব্য়াটিং টপ অর্ডারের অতীত রেকর্ড, দেখে নিন একনজরে

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বর্তমান ৫ টপ অর্ডার ব্যাটসম্যানের টেস্ট রেকর্ড।

Google Oneindia Bengali News

ওয়ার্নার, স্মিথ নেই। তার উপর সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছে অজিরা। ফলে আপাত দৃষ্টিতে দুর্বল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এইবারের সফরে ভারতের সামনে সেই দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতার সবচেয়ে ভাল সুয়োগ রয়েছে ভারতের বলে মনে করছেন বিশেষজ্ঞ থেকে সমর্থকরা। কিন্তু এই আশাবাদের মধ্যেই একটা মৃদু আশঙ্কাও রয়ে গিয়েছে।

ভারতের বোলিং ইউনিট এই মুহূর্তে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা। কিন্তু চিন্তায় রেখেছে ভারতের ব্যাটিং। চলতি বছরে উপমহাদেশের বাইরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে, একমাত্র অধিনায়ক কোহলি ছাড়া ভারতের টপ অর্ডারের বাকি ব্য়াটসম্য়ানরা বলার মতো কিছু করতে পারেননি। একটি-দুটি ইনিংসে তাঁরা জ্বলে উঠেছেন ঠিকই, কিন্তু ধারাবাহিকভাবে রান করে টপ অর্ডারে প্রত্য়াশিত ভরসা জোগাতে ব্যর্থ হয়েছেন। তবে এবারের সফরকারি দলের টপ অর্ডারের প্রায় প্রত্যেকেরই অস্ট্রেলিয়ার মাটিতে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে।

সফর শুরু হওয়ার আগে, ক্যাঙ্গারুর দেশের পেস ও বাউন্সে ভরা উইকেটে তাদের অতীত রেকর্ড উপস্থাপন করলো মাইখেল বেঙ্গলি।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

ভারতে বক্সার সেন্ট্রাল জেলই একমাত্র জায়গা যেখানে মোমের আস্তরণ দেওয়া ফাঁসির দড়ি (ম্যানিলা রোপ) তৈরি হয়।

মুরলি বিজয়

মুরলি বিজয়

এই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে বিজয়ের। শেষ অস্ট্রেলিয়া সফরে তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাঁকে দলে রাখা হয়েছে।

এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন বিজয়। ৮ ইনিংসে ১টি শতরান ও ৪টি অর্ধশতরানসহ ৬০.২৫ গড়ে তিনি ৪৮২ রান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর সর্বোচ্চ স্কোর ১৪৪।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

সেই ১৯৩০ সাল থেকে বক্সার জেলের বন্দিরা ফাঁসির জন্য এই বিশেষ দড়ি তৈরি করে আসছে।

কেএল রাহুল

কেএল রাহুল

রাহুলের টেস্ট অভিষেকই হয়েছিল ২০১৪ সালের অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্টে। সিরিজের দ্বিতীয় টেস্টেই তিনি কেরিয়ারের প্রথম শতরান পেয়েছিলেন। টেস্ট ক্রিকেটে সম্প্রতি তাঁর সময়টা ভাল যাচ্ছে না। কিন্তু, তিনি একজন স্ট্রোক প্লেয়ার, এবং তাঁর খেলার ধরণ অস্ট্রেলিয়ার পিচের জন্য উপযুক্ত। তাই এই অস্ট্রেলিয়া সফর তাঁর টেস্ট কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।

রাহুল অস্ট্রেলিয়ার ২টিই টেস্ট ম্যাচ খেলেছেন। ৪ ইনিংসে ৩২.৫০ গড়ে গড়ে ১৩০ রান করেছেন। সর্বোচ্চ ১১০।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

দড়িটি এমনভাবে সুক্ষ্মভাবে অথচ দৃঢ়ভাবে তৈরি করা হয় যাতে তা সহজে না ছিঁড়ে যায়।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরটা মোটেই 'পূজারা-সুলভ' যায়নি চেতেশ্বর পূজারার। এই বারের সফরে তিনি তা পুষিয়ে দিতে চান। কিন্তু স্টার্ক, হেজেলউড এবং কামিন্সের মতো বোলারদের বিরুদ্ধে তাঁর কাজটা সহজ হবে না।

ভারতীয় ব্যাটিং লাইন আপের টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুজারা। তাঁর ব্যাক্তিগত সাফল্য ও ব্যর্থতার উপর আসন্ন সিরিজে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।

এখনও পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৬ ইনিংসে মাত্র ৩৩.৫০ গড়ে করেছেন ২০১ রান। সর্বোচ্চ স্কোর ৭৩। ওই একটি অর্ধশতরানই পেয়েছিলেন ভারতের তিন নম্বর ব্য়াট।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

যদি অর্ডার দেওয়া হয় তাহলে বক্সার জেলের বন্দি কর্মচারীদের ফাঁসির দড়ি তৈরি করতে ১৫ দিন মতো সময় লাগে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

নিঃসন্দেহে এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। গোটা ক্রিকেট-বিশ্ব জুড়ে তিনি শুধু রানই করেননি, তার সঙ্গে সেরার সেরা বোলারদের উপরও ছড়ি ঘুরিয়েছেন। ইতোমধ্যেই তাঁর নাম সর্বকালের সেরাদের তালিকায় গোরাফেরা করছে।

২০১৪ সালের অস্ট্রেলিয়ার সফরটা কোহলির জন্য দুর্দান্ত কেটেছিল। ৪ টেস্টের সিরিজে ৪ টি শতরান-সহ তিনি ৬২২ রান করেছিলেন!

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কোহলিই ভারতের ব্য়াটিংয়ের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তাঁর সঙ্গে অস্ট্রেলিয় জোরে বোলারদের লডা়ইই এই সিরিদজের সেরা আকর্ষণ।

এটি কোহলির তৃতীয় অস্ট্রেলিয়া সফর। এখন পর্যন্ত ক্যাঙ্গারুর দেশে তিনি মোট ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৬ ইনিংসে ৫টি শত ও ২টি অর্ধশতক নিয়ে ৬২.০০ গড়ে ৯৯২ রান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ইনিংসে সর্বোচ্চ রান ১৬৯।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

যাকে ফাঁসি দেওয়া হবে তার দেহের উচ্চতার উপরে দড়ির দৈর্ঘ্য নির্ভর করে। ফাঁসির আসামীর উচ্চতার চেয়ে তা ১.৬ গুণ বেশি বড় হতে হবে।

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

অস্ট্রেলিয়ার পিচের জন্য রাহানের খেলার ধরণ একেবারে আদর্শ। তিনি পিছনের পায়ে ভর দিয়ে বাউন্সি বলকে শাসন করতে তিনি ভালবাসেন। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে তিনি অনবদ্য খেলেছিলেন। সম্প্রতি যে আত্মবিশ্বাসের অভাব তাঁর খেলায় দেখা গিয়েছে, তা কিন্তু সেই অস্ট্রেলিার পিচেই ফিরে পেতে পারেন ভারতের টেস্ট সহঅধিনায়ক।

রাহানে অস্ট্রেলিয়ার ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৮ ইনিংসে ১টি শতক ও ২টি অর্ধশতক নিয়ে ৫৭.০০ গড়ে ৩৯৯ রান করেছেন। সর্বোচ্চ ১৪৭।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

এই ফাঁসির দড়ি তৈরির সময়ে বাতাসে আর্দ্রতা থাকতে হবে ৬৭ শতাংশের মতো।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

বক্সার জেলে একটিমাত্রই ফাঁসির দড়ি তৈরির মেশিন রয়েছে। মোট ৮ জন বন্দি মিলে এই দড়ি তৈরি করে।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

এই দড়ি তৈরি করতে 'জে-৩৪' গোত্রের তুলোর সুতো প্রয়োজন হয়। তা আনা হয় ভাটিন্ডার 'কটন কর্পোরেশন অব ইন্ডিয়া' থেকে।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

বক্সার জেলের বন্দিদের তৈরি ফাঁসির দড়ি অর্ডার অনুযায়ী দিল্লির তিহার জেলে পাঠানো হয়েছিল ২০০৭ সালে। তবে সেসময়ে আফজল গুরুর ফাঁসির আদেশ পিছিয়ে যায়।

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

২০০৪ সালে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয় বক্সার জেলের বন্দিদের বানানো দড়ি দিয়েই।

English summary
The test records of 5 current top-order Indian batsmen on Australian soil.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X