For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন ৪.০: খুলছে স্টেডিয়াম, আইপিএল নিয়ে কী নীতি সৌরভের বিসিসিআই

করোনা লকডাউন ৪.০: খুলছে স্টেডিয়াম, আইপিএল নিয়ে কী ভাবছে সৌরভের বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউন ৪.০ খুলছে স্টেডিয়াম। ১৮ মে অর্থাৎ আজ থেকে দেশে করোনা লকডাউন ৪.০ শুরু হচ্ছে। চতু্র্থ দফার এই লকডাউনে ভারতীয় খেলার জগতের জন্যে সুখবর।

করোনা লকডাউন ৪.০ তে খেলার জন্য কী সুখবর

করোনা লকডাউন ৪.০ তে খেলার জন্য কী সুখবর

আজ থেকে স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে দর্শকদের প্রবেশ একেবারে নিষেধ। স্টেডিয়াম খোলায় আইপিএল নিয়ে আশা দেখছে বোর্ড। এখনই কী আইপিএল, করোনা লকডাউন ৪.০তে স্টেডিয়ামের দরজা খেলার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই আইপিএল নিয়ে কী ভাবছে জেনে নেওয়া যাক।

এখনই নয় শিবির

এখনই নয় শিবির

সোমবার থেকে দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে স্টেডিয়াম খুললেও এখনই ভারতীয় ক্রিকেটে কোনও শিবির করা হবে না বলে ভারতীয় বোর্ডের মত।

অপেক্ষার বার্তা

অপেক্ষার বার্তা

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন নির্দেশিকা দিয়ে আজ থেকে স্টেডিয়াম খেলার অনুমতি দিয়েছে। সেই নির্দেশিকা পাওয়ার পর বোর্ডও তাদের অবস্থান স্পষ্ট করে দিল। দেশে করোনা সংক্রমণে যে পরিস্থিতি তাতে এখনই বিসিসিআই ক্রিকেট শুরুর পক্ষে নয়।

কোষাধ্যক্ষ যা বলেছেন

কোষাধ্যক্ষ যা বলেছেন

কোষাধ্যক্ষ অরুণ ধুমল বিবৃতিতে বলেছেন, 'চতুর্থ দফায় লকডাউন শিথিল করা হলেও, ৩১ মে পর্যন্ত বিমান চলাচল নিষিদ্ধ থাকছে। গণপরিবহনও নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। দেশে করোনার কারণে যে পরিস্থিতি তাতে এখই ক্রিকেট শুরুর দ্রুততা দেখানো বোকামো হবে। তাই বোর্ড অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।'

স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে

স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে

বিসিসিআইয়ের পক্ষে থেকে বার্তায় জানিয়ে দেওয় হায়েছে, স্টেডিয়াম খুললেও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে এখনই কোনও ট্রেনিং ক্যাম্প হচ্ছে না। ক্রিকেটার থেকে সার্পোট স্টাফ, সবারই নিরাপত্তা বোর্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। আরও কিছুদিন অপেক্ষা করা হবে

খুলছে ইডেনের দরজা

খুলছে ইডেনের দরজা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন নির্দেশিকায় চতুর্থ দফার লকডাউনে স্টেডিয়াম খুলতে বলায় ইডেনের দরজাও খুলতে বাধা থাকল না।

সিএবির সিদ্ধান্ত

সিএবির সিদ্ধান্ত

বিসিসিআইয়ের মতো সিএবি স্টেডিয়াম খুলেছে বলেই তাড়াহুড়োতে রাজি নয়। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, 'কেন্দ্রীয় সরকারের পুরো নির্দেশিকা পড়তে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গেও কথা বলা প্রয়োজন। এখনই ক্রিকেট শুরুর পক্ষে নই। রাজ্য সরকার করোনা সামলে কীভাবে এগোতে চায় সেটা জেনে পরের পদক্ষেপ নেওয়া হবে।'

English summary
India to allow sport behind closed doors in Corona Lockdown 4:0, BCCI says no rush will wait now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X