• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একেই ভারত, আচমকা তিনে উঠে এল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়লা নম্বর স্থান ধরে রাখল ভারত। যদিও সেই স্থান সুরক্ষিত নয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে তালিকার তৃতীয় স্থানে উঠে এল নিউজিল্যান্ড।

বিয়ের অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠান

অভিনেত্রী হেজল কিচের সঙ্গে গুরুদ্বারে সম্পূর্ণ পাঞ্জাবী রীতি মেনেই বিবাহ সম্পন্ন হয়।

নিউজিল্যান্ড সফরের আগে

নিউজিল্যান্ড সফরের আগে

নিউজিল্যান্ড সফরের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৭টি ম্যাচ খেলেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ করেছিল টিম বিরাট কোহলি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশেরও একই হাল করেছিল ভারতীয় ক্রিকেট দল। ৭ ম্যাচে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছিল টিম ইন্ডিয়া।

যুবি-হেজল

যুবি-হেজল

সিরহিন্দ-চণ্ডীগড় রাস্তায় দাফেরা গ্রামে বাবা রাম সিং গুন্ডনওয়ালে ধার্মিক গুরুর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় হেজল-যুবরাজের।

এই সিরিজের আগে নিউজিল্যান্ডের অবস্থান

এই সিরিজের আগে নিউজিল্যান্ডের অবস্থান

ভারতের বিরুদ্ধে মোকাবিলায় নামার আগে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন কেন উইলিয়ামসনরা। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছিল নিউজিল্যান্ড।

বর-বধূর পোশাক

বর-বধূর পোশাক

হেজলের পরনে ছিল চওড়া পাড়ের মেরুন ও সোনালি রংয়ের লহেঙ্গা। অন্যদিতে যুবরাজ পরেছিলেন মেরুন রংয়ের শেরওয়ানি তাতে সোনালি দিয়ে কাজ করা।

ভারতের স্থান অপরিবর্তিত

ভারতের স্থান অপরিবর্তিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজ হোয়াইটওয়াশের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে ৯ ম্যাচে ৩৬০ পয়েন্টে অবস্থান করছে টিম বিরাট কোহলি। তবে এই সিরিজ জিতে তালিকায় তিন ধাপ উঠে এসেছে নিউজিল্য়ান্ড। ৭ ম্যাচে ১৮০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন কেন উইলিয়ামসনরা।

হেজল কিচ

হেজল কিচ

বউয়ের সাজে হেজল কিচ বিয়ের অনুষ্ঠানের জন্য পৌঁছলেন গুরুদ্বারে।

তালিকায় কে কোথায়

তালিকায় কে কোথায়

অ্যাসেজ ধরে ১০টি ম্যাচ খেলে ২৯৬ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচ খেলে ১৪৬ পয়েন্ট নিয়ে তালিকার চতু্র্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। ৫ ম্যাচ খেলে ১৪০ পয়েন্টে অবস্থান করা পাকিস্তানের স্থান তালিকার পঞ্চমে।

শুরু বিয়ের রীতি

শুরু বিয়ের রীতি

বিয়ের জায়গা পছন্দ করেছিলেন যুবরাজের মা শবনম সিং।

জাঁকজমকহীন বিয়ে

জাঁকজমকহীন বিয়ে

বিনা আড়ম্বরেই সম্পন্ন হল যুবরাজ সিং ও হেজল কিচের বিয়ে। দুজনের ঘনিষ্ঠরাই শুধুমাত্র অংশ ছিলেন এই অনুষ্ঠানের। যুবরাজের বাবা যোগরাজ উপস্থিত ছিলেন না।

বিয়ের কার্ড

বিয়ের কার্ড

যুবরাজ ও হেজলের হাল্কা মেজাজের এই বিয়ের কার্ডে মুগ্ধ সবাই।

পুনরায় বিয়ে

পুনরায় বিয়ে

গোয়াতে আগামীকাল হিন্দুমতে হেজলকে বিয়ে করবেন যুবরাজ।

English summary
India stay on top but New Zealand up to the third spot of World test championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X