For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে হারিয়ে যে বিশেষ লাভটা হল ইংল্যান্ডের, স্থান অপরিবর্তিত বিরাটদের

ভারতকে হারিয়ে যে বিশেষ লাভটা হল ইংল্যান্ডের, স্থান অপরিবর্তিত বিরাটদের

  • |
Google Oneindia Bengali News

পুনেতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে দুর্দান্ত দক্ষতায় জিতেছে ইংল্যান্ড। একই সঙ্গে আাইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকায় সবাইকে পিছনে ফেলে দিল বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ হেরে একই তিমিরে পড়ে রইল ভারতীয় ক্রিকেট দল। এক নজরে সেই তালিকা দেখে নেওয়া যাক।

শীর্ষে ইংল্যান্ড

শীর্ষে ইংল্যান্ড

পুনের এমসিএ স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাহাড়প্রমাণ ৩৩৬ রান তোলে ভারত। জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের ঝড়ো ব্যাটিংয়ে সেই সুবিশাল লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড। সেই সঙ্গে আাইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেলেন ব্রিটিশরা। আট ম্যাচের মধ্যে ৪টি ওয়ান ডে জিতে ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ৪০ পয়েন্ট। তাদের নেট রান রেট ০.৫৩৮।

অষ্টম স্থানেই ভারত

অষ্টম স্থানেই ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে হেরেও আাইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকায় ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি। অষ্টম স্থানে অবস্থান করছেন বিরাট কোহলিরা। ৫টি ম্যাচের মধ্যে তিনটি ওয়ান ডে হেরে যাওয়া টিম ইন্ডিয়ার পয়েন্ট ১৯। তাদের নেট রান রেট -০.৩৩১।

তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ

তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৪০ পয়েন্টের পাশাপাশি ০.৩৫৭ নেট রান রেটও রয়েছে অ্যারন ফিঞ্চ শিবিরের। তালিকার তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩০। তাদের নেট রান রেট ২.৩৫২। ৩০ পয়েন্ট নিয়েই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আফগানিস্তান। তাদের নেট রান রেট ০.৫২৭।

তালিকায় পঞ্চম থেকে সপ্তম

তালিকায় পঞ্চম থেকে সপ্তম

তালিকার পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৩০ এবং নেট রান রেট -০.১২৮। ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩০, নেট রান রেট -০.৮৭৬। সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের ঝুলিতে রয়েছে ২০ পয়েন্ট ও ০.৭৪১ নেট রান রেট।

আইপিএলের জন্য জাতীয় শিবির ছাড়তে পারবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাআইপিএলের জন্য জাতীয় শিবির ছাড়তে পারবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

English summary
India stand at eight of ICC Cricket World Cup Super League after ODI defeat against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X