For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুমরাহ-জানসেন বাকযুদ্ধে চড়ল ম্যাচের পারদ! জোহানেসবার্গে ঐতিহাসিক সিরিজ জিততে ভারতের পুঁজি ২৩৯

  • |
Google Oneindia Bengali News

প্রথম সেশনে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। দ্বিতীয় সেশনে হনুমা বিহারী ও শার্দুল ঠাকুরের দায়িত্বশীল ইনিংস। তারই সুবাদে জোহানেসবার্গে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আশা জিইয়ে রাখল ভারত। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৬৬ রানে। দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২৪০, যা প্রথম ইনিংসে তাদের স্কোরের চেয়ে ১১ রান বেশি। হনুমা বিহারী ৮৪ বলে ৪০ করে অপরাজিত থাকলেন। শার্দুল ঠাকুর প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন।

চ্যালেঞ্জিং স্কোর ভারতের

ভারতের শেষ চার উইকেট তুলতে দক্ষিণ আফ্রিকাকে খরচ করতে হলো ৮২ রান। চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এদিন। তাঁদের জুটিতে ওঠে ১১১ রান। ১৫৫ রানের তৃতীয় উইকেট পড়ার পর ভারতের স্কোর একটা সময় দাঁড়ায় ৬ উইকেটে ১৮৪। এরপর শার্দুল ঠাকুর হনুমা বিহারীর সঙ্গী হয়ে ঝোড়ো ইনিংস খেলেন। তাঁদের জুটিতে ওঠে ৪১ রান। মহম্মদ শামি শূন্য রানে আউট হন, ভারতের অষ্টম উইকেট পড়ে ২২৮ রানের মাথায়। জসপ্রীত বুমরাহ ও বিহারীর জুটিতে ওঠে ১৭ রান।

বুমরাহ-জানসেন বাকযুদ্ধ

এরই মধ্যে ম্যাচের ৫৪তম ওভারে বল করছিলেন মার্কো জানসেন। একের পর এক শর্ট বল জসপ্রীত বুমরাহর গায়ে লাগে। ওভারের চতুর্থ বলটি গায়ে লাগার পর জসপ্রীত বুমরাহ ও মার্কো জানসেন বাকযুদ্ধে জড়ান। দেখা যায়, বুমরাহ জানসেনকে ডেকে ক্রিজ ছেড়ে এগিয়ে যান। এগিয়ে যান প্রোটিয়া পেসারও। ছুটে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তবে দ্রুত বাকযুদ্ধে জড়ানো মুম্বই ইন্ডিয়ান্সের এই দুই সতীর্থকে সরিয়ে দেন আম্পায়ার মারাইস এরাসমাস। পরে বুমরাহর পিঠ চাপড়ে দিয়ে স্লিপে ফিল্ডিং করতে দাঁড়ান অধিনায়ক ডিন এলগার।

বুমরাহর জবাব

একটু পরেই কাগিসো রাবাডার বলে স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে একটি ছক্কা হাঁকান বুমরাহ। তিনি ১৪ বলে ৭ রান করে লুঙ্গি এনগিডির বলে আউট হন। হনুমা বিহারীর অনবদ্য ব্যাটিং শেষ উইকেট জুটিতে আরও ২১ রান যোগ করে। মহম্মদ সিরাজ শূন্য রানে এনগিডির তৃতীয় শিকার হতেই ভারতের ইনিংসে যবনিকা পড়ে।হনুমা বিহারী ৬টি চারের সাহায্যে ৮৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে সর্বাধিক ৫৮ রান করেন অজিঙ্ক রাহানে। চেতেশ্বর পূজারা করেন ৫৩। লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও কাগিসো রাবাডা তিনটি করে উইকেট দখল করেন। ডুয়ান অলিভিয়ের পেয়েছেন একটি উইকেট।

নজরে জসপ্রীত

দ্বিতীয় সেশনে চর্চায় বুমরাহর সঙ্গে জানসেনের বাকযুদ্ধ। ইংল্যান্ডে শরীর লক্ষ্য করে শর্ট বল করা নিয়ে জেমস অ্যান্ডারসন ও জস বাটলারের সঙ্গেও একই কারণে বাকযুদ্ধে জড়িয়েছিলেন বুমরাহ। উল্লেখ্য, সেই লর্ডস টেস্টে ভারতই জিতেছিল। সোশ্যাল মিডিয়ায় সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট-ভক্তরাও। ছড়িয়েছে একাধিক মিম।

English summary
India Set The Challenging Target Of 240 Runs For South Africa To Level The Series In Johannesburg. Bumrah And Jansen Have A Mid-Pitch Heated Confrontation After A Series Of Short Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X