For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনের ক্রিকেটে অনন্য নজির ভারতের, কোন রেকর্ড গড়লেন কোহলিরা জেনে নিন

একদিনের ক্রিকেটে দল হিসাবে সবচেয়ে বেশিবার তিনশো রানের ইনিংস গড়ার রেকর্ডও ভারতের হাতে চলে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড স্পর্শ করেছে বিরাট কোহলির দল।

  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের শোক কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের একবার ফর্মের চূড়ায় ভারতীয় ব্যাটিং। ক্যারিবিয়ান বোলিংকে চুরমার করে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ৫ উইকেটে ৩১০ রান তোলে বিরাট কোহলির ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৫ রানে থামে জেসন হোল্ডারের দল।

ফলে ১০৫ রানের রেকর্ড ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পায় ভারত। এবং একইসঙ্গে একদিনের ক্রিকেটে দল হিসাবে সবচেয়ে বেশিবার তিনশো রানের ইনিংস গড়ার রেকর্ডও ভারতের হাতে চলে এসেছে। আর কোন কোন দল সবচেয়ে বেশি তিনশো প্লাস রান করেছে তা দেখে নেওয়া যাক।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা

লঙ্কাবাহিনী নব্বইয়ের দশক থেকেই বিশ্ব ক্রিকেটে বড় নাম। বেশ কয়েকবার একদিনের ক্রিকেটে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে বিশ্বকাপও জিতেছে। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৬৩ বার তিনশোর গণ্ডী পেরিয়েছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ দলগত রান ৪৪৩।

পাকিস্তান

পাকিস্তান

আশি ও নব্বইয়ের দশকে পাকিস্তান ভয়ঙ্কর দল ছিল। একসময়ে বিশ্ব ক্রিকেট শাসন করা তাবড় ফাস্ট বোলার উঠে এসেছে পাকিস্তান থেকে। তবে ব্যাটিংয়েও কম যেত না সঈদ আনোয়ার, ইনজামাম উল হকের দল। মোট ৬৯ বার তিনশোর গণ্ডী পেরিয়েছে পাকিস্তান। সর্বোচ্চ দলগত রান ৩৮৫।

 দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা কখনও বিশ্বকাপ জেতেনি। তবে একেবারে প্রথম থেকেই একদিনের ক্রিকেটে খুব ভয়ঙ্কর দল। মোট ৭৭ বার প্রোটিয়ারা তিনশোর বেশি রান করেছে। দলগত সর্বোচ্চ স্কোর ৪৩৯।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

আশির দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত বরাবর বিশ্ব ক্রিকেটকে শাসন করে এসেছে অস্ট্রেলিয়া। অ্যালান বর্ডারের আমল হোক, স্টিভ ওয়া অথবা রিকি পন্টিং, অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল থেকেছে। মোট ৯৫ বার একদিনের ক্রিকেটে তিনশো রানের গণ্ডী পেরিয়েছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ রান ৪৩৪। তবে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়। প্রোটিয়ারা রান তাড়া করে জিতে যায়।

ভারত

ভারত

রবিবার পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়াকে টপকে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দলগত তিনশো রান করার কৃতিত্ব অর্জন করল টিম ইন্ডিয়া। এর আগে ভারত ও অস্ট্রেলিয়া দুটি দলই ৯৫ বার তিনশো রানের গণ্ডী টপকেছিল। পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩১০ রান তুলে ৯৬-এ পৌঁছে গেল বিরাটের দল। একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ স্কোর ৪১৮ রান।

English summary
India set record for most 300 plus scores in One Day Cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X