For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিকের ভারতের দখলেই সিরিজ, নিউজিল্যান্ডকে দুরমুশ করে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বড় জয়

আমেদাবাদে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে টি ২০ আন্তর্জাতিক সিরিজ জিতল ভারত। ১২.১ ওভারে মাত্র ৬৬ রানে অল আউট কিউয়িরা। হার্দিক নিলেন চার উইকেট। তার আগে অপরাজিত শতরান হাঁকান শুভমান গিল।

Google Oneindia Bengali News

আমেদাবাদে আজ জিতলেই সিরিজ জয়ের হাতছানি ছিল দুই দলের কাছেই। কিন্তু নির্ণায়ক সেই তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারত শুধু নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজই জিতল না, ছিনিয়ে নিল টি ২০ আন্তর্জাতিকে রানের নিরিখে তাদের সবচেয়ে বড় জয়টি। এদিন ১৬৮ রানে কিউয়িদের গুঁড়িয়ে দিল মেন ইন ব্লু।

শুভমানের শতরান, ভারত ৪ উইকেটে ২৩৪

শুভমানের শতরান, ভারত ৪ উইকেটে ২৩৪

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ওপেন করতে নেমে ঈশান কিষাণ ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি। ভারত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ২৩৪। শুভমান গিল ১২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৬৩ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন। রাহুল ত্রিপাঠী চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ২২ বলে ৪৪। সূর্যকুমার যাদব ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৩ বলে ২৪ রান করেন। হার্দিক পাণ্ডিয়া করেন ১৭ বলে ৩০, তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন দীপক হুডা। মাইকেল ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও ড্যারিল মিচেল ১টি করে উইকেট পান। শেষ ওভারে মিচেল মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট পান।

নিউজিল্যান্ড ৬৬!

নিউজিল্যান্ড ৬৬!

জবাবে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। ২.৪ ওভারে ৭ রান ওঠার ফাঁকে চার উইকেট হারায় কিউয়িরা। নতুন বলে তখন দাপট দেখাচ্ছিলেন হার্দিক পাণ্ডিয়া ও অর্শদীপ সিং। প্রথম ওভারেই আঘাত হানেন হার্দিক। নিউজিল্যান্ড ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া ধাক্কা দেন অর্শদীপ। এরপর তৃতীয় ওভারে আরও একটি উইকেট নেন হার্দিক। ৪.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২১। এরপর ৫৩ রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট পড়ে। ৯.৫৪ ওভারে ৫৪ রানে পড়ে অষ্টম উইকেট। ১১.৫ ওভারে ৬৬ রানের মাথায় নবম উইকেটের পতন। শেষ অবধি ১২.১ ওভারে ৬৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

অনবদ্য হার্দিক

অনবদ্য হার্দিক

হার্দিক পাণ্ডিয়া ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানের বিনিময়ে নিলেন চার উইকেট। এদিনও তিনি বোলিং ওপেন করেন। অর্শদীপ সিং ৩ ওভার বল করেছেন, ১৬ রানের বিনিময়ে পেয়েছেন ২টি উইকেট। যুজবেন্দ্র চাহালকে বসিয়ে এই ম্যাচে ভারত খেলায় উমরান মালিককে। উমরান ২.১ ওভারে ৯ রান খরচ করে ২ উইকেট দখল করেন। শিবম মাভি ২ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। কুলদীপ যাদব ১ ওভারে ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভারতের ফিল্ডিং, বিশেষ করে কয়েকটি ক্যাচ ধরা ছিল চমকপ্রদ।

বিরাট জয়

বিরাট জয়

টি ২০ আন্তর্জাতিকে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের তালিকায় ভারতের এদিনের জয়টি রইল ৮ নম্বরে। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে এই জয় রইল দ্বিতীয় স্থানে। ২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের এদিনের জয় এসেছে ১৬৮ রানে। এর আগে ২০১৮ সালে ভারত ডাবলিনে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল। সেটিই ছিল টি ২০ আন্তর্জাতিকে ভারতের সবচেয়ে বড় জয়। যে নজির ভেঙে গেল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে।

English summary
India Secure Biggest T20I Win By Defeating New Zealand By 168 Runs To Clinch Series By 2-1. Hardik Pandya Bags 4 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X