For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলল ভারত, টাইগারদের সামনে ৪১০ রানের টার্গেট

তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলল ভারত, টাইগারদের সামনে ৪১০ রানের টার্গেট

Google Oneindia Bengali News

প্রথম দুই ওডিআই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হেরে এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ খুইয়েছে ভারত। এই অবস্থায় হোয়াইটওয়াশ এড়াতে এবং টেস্ট সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে এই ম্যাচে জয় প্রয়োজন ভারতের। সেই লক্ষ্য়েই সফল ভাবে এগলো ভারত। বাংলাদেশের বিরুদ্ধে চট্টোগ্রামে প্রথমে ব্যাটিং করে কে এল রাহুলে দল তুলল ৪০৯/৮।

তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলল ভারত, টাইগারদের সামনে ৪১০ রানের টার্গেট

রোহিত শর্মা চোট পেয়ে মুম্বইয়ে উড়ে যাওয়ার কারণে এই ম্যাচে দলের নেতৃত্বের ভার রয়েছে সহ অধিনায়ক কে এল রাহুলের উপর। ঈশান কিষান এবং বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং-এর উপর নির্ভর করে বাংলাদেশের বিরুদ্ধে এই পাহাড়প্রমাণ রান তুলল নীল জার্সিধারীরা।

মূলত ভারতের এই পাহাড়প্রমাণ রানের কারিগর ঈশান কিষান এবং বিরাট কোহলি। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেলেন বিরাট কোহলি। এই শতরানের ফলে তিনি ছাপিয়ে গেলেন রিকি পন্টিংকে। ৯১ বলে খেলা বিরাটের এই ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ২টি ছয়ের সৌজন্যে।

অপর দিকে, ঈশান কিষান এই ম্যাচে একের পর এক বিশ্ব রেকর্ড তৈরি করেন। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের ওডিআই কেরিয়ারের প্রথম শতরানকে দ্বি-শতরানে পরিবর্তিত করেন ঈশান কিষান। পাশাপাশি ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরান করা ক্রিকেটার হয়ে ওঠেন ঝাড়খন্ডের এই ব্যাটসম্যান। ২৪টি চার এবং ১০টি ছয়ের সৌজন্য ১৩১ বলে নিজের ইনিংস গড়েছিলেন ঈশান। নিজের এই কৃতিত্বের মধ্যে দিয়ে তিনি ছাপিয়ে যান সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মাকে। ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে দ্বি-শতরান করেন ঈশান কিষান। দ্রুততার নিরিখে তিন ভারতীয় ব্যাটসম্যানের পাশাপাশি ঈশান ছাপিয়ে গিয়েছেন ক্রিস গেইল, ফকর জামান এবং মার্টিন গাপ্তিলকে।

এই ম্যাচে বিরাট এবং ঈশান ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রত্যাশিত রান পাননি। শিখর ধাওয়া করেন ৩ রান, শ্রেয়স আইয়ার করেন ৩ রান। ৮ রান করেন কে এল রাহুল। ৩৭ রান করেন ওয়াশিংটন সুন্দর, ২০ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের হয়ে দুই করে উইকেট পান তাসকিন আহমেদ, এবাদোত হোসেন, শাকিব আল হাসান। একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং মেহদি হাসান মিরাজ। এই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব সামলান কে এল রাহুল। রোহিত শর্মার চোটের কারণে সহ অধিনায়ক রাহুলকেই দায়িত্ব গ্রহণ করতে হয়।

English summary
India scored mamoth total of 409/8 runs against bangladesh in third ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X