For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাতা ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আটকে দেশের মহিলা ক্রিকেট দল, নতুন বিসিসিআই কমিটির হস্তক্ষেপ

ভাতা ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আটকে দেশের মহিলা ক্রিকেট দল, নতুন বিসিসিআই কমিটির হস্তক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

কোনও ভাতা ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আটকে ভারতের মহিলা ক্রিকেট দল। তা জানার পরেই সমস্যার সমাধান করল বিসিসিআই-র নতুন কমিটি। উদ্ভুত পরিস্থিতির জন্য দেশের ক্রিকেটে অপারেশনের জেনারেল ম্যানেজার তথা মহিলা ক্রিকেটের ইনচার্জ এবং জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সাবা করিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

ভারতের মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

ভারতের মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

তিনটি ওয়ান ডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ১ নভেম্বর অর্থাৎ শুক্রবার আন্টিগুয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে খেলবেন মিতালী রাজরা।

অর্থ কষ্টে আটকে দল

অর্থ কষ্টে আটকে দল

ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে তীব্র অর্থকষ্টের মধ্যে পড়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যরা। বোর্ডের তরফে ক্রিকেটারদের অ্যাকাউন্টে দৈনিক ভাতার এক আনাও পৌঁছয়নি বলেই অভিযোগ তোলা হয়। এমন ঘটনা এর আগে কখনও ঘটেছে কিনা, তা বলা মুশকিল।

নতুন কমিটির হস্তক্ষেপ

নতুন কমিটির হস্তক্ষেপ

বিষয়টি জানার পরেই তৎপর হয়ে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই-র নতুন কমিটি। পরিস্থিতি সামাল দিতে প্রায় সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দৈনিক ভাতা পাঠিয়েছে বলে খবর। বুধবার এই কার্যপদ্ধতি সম্পন্ন হয়েছে।

কে দায়ী

কে দায়ী

দেশের ক্রিকেট অপারেশনের জেনারেল ম্যানেজার তথা মহিলা ক্রিকেটের দায়িত্বে থাকা সাবা করিম গন্ডোগোলটা পাকিয়েছেন বলেই বিসিসিআই সূত্রে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের তত্ত্বাবধানে বিসিসিআই-র আর্থিক প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যদের দৈনিক ভাতা অনুমোদনের জন্য চিঠি, সাবা করিম নির্ধারিত সময়ের পরে পাঠিয়েছেন বলে দাবি বিসিসিআই সূত্রের।

English summary
India's women cricket team stuck in West Indies without allowance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X