পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ ফাস্ট বোলারের সৌজন্যে মুগ্ধ ক্রিকেট মহল
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে চিরশত্রু পাকিস্তানের মুখোমুখি ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচে পাকিস্তানকে কার্যত চেপে ধরেছে শক্তিশালী টিম ইন্ডিয়ার জুনিয়র ক্রিকেট দল। ছোটদের হলেও এই হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানের প্রতি ভারতীয় ফাস্ট বোলারের সৌজন্য় দেখে মুগ্ধ সোশ্য়াল মিডিয়া।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ভারতীয় বোলারদের দাপটে ১৭২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। প্রতিবেশী দেশের হয়ে সর্বোচ্চ রান করেন দলের অধিনায়ক তথা উইকেটরক্ষক রোহেল নাজির ও ওপেনার হায়দার আলি। ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন পেসার কার্তিক ত্যাগী ও সুশান্ত মিশ্র।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Haider Ali got hit by bouncer of Sushant and he went to him and asked him Are U Okay? Moment of the day <a href="https://twitter.com/hashtag/SpiritOfCricket?src=hash&ref_src=twsrc%5Etfw">#SpiritOfCricket</a><a href="https://twitter.com/hashtag/INDvsPAK?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvsPAK</a> <a href="https://twitter.com/hashtag/PAKvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#PAKvIND</a> <a href="https://twitter.com/hashtag/U19CWC?src=hash&ref_src=twsrc%5Etfw">#U19CWC</a> <a href="https://twitter.com/hashtag/U19WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#U19WorldCup</a> <a href="https://t.co/ZOBDu7K2Rs">pic.twitter.com/ZOBDu7K2Rs</a></p>— Hamza Kaleem (@hamzabutt61) <a href="https://twitter.com/hamzabutt61/status/1224617650560622592?ref_src=twsrc%5Etfw">February 4, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ম্যাচের প্রথম ওভারেই ওপেনার মহম্মদ হুরারিয়ার উইকেট তুলে পাকিস্তানকে ধাক্কা দেন সুশান্ত। তাঁর হাত থেকে যেন আগুন ঝরতে থাকে। তাঁর চতুর্থ ওভার ফেস করছিলেন পাকিস্তানের ওপেনার হায়দার আলি। সেই ওভারে সুশান্ত মিশ্রর বিষাক্ত বাউন্স পড়তে ভুল করেন পাকিস্তানের ওই ব্যাটসম্যান। বল তাঁর বাঁ-দিকে কাঁধে গিয়ে লাগে। মাটিতে বসে পড়েন হায়দার। ঠিক সেই সময়ই পাকিস্তানি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গিয়ে তিনি, ঠিক আছেন কিনা, তা জানতে চান ভারতীয় ফাস্ট বোলার সুশান্ত মিশ্র। তাঁর এই সৌজন্য দুই দেশের নেটিজেনদেরই মন কেড়েছে।