For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলেকে ক্রিকেট খেলানোর জন্য দুধ বিক্রি করেছে বাবা, জানালেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক

নতুন বছরে ছেলেদের জুনিয়র ক্রিকেট বিশ্বকাপের আসর। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট বিশ্বকাপের 
 আসর।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরে ছেলেদের জুনিয়র ক্রিকেট বিশ্বকাপের আসর। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের জন্য সোমবার ভারতীয় দলের দল ঘোষণা হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন প্রিয়ম গর্গ।

ছেলেকে ক্রিকেট খেলানোর জন্য দুধ বিক্রি করেছে বাবা

দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্বের পাশাপাশি এখন অধিনায়কের ভূমিকায় গর্গ। স্বপ্নপূরণের পর জীবনের কঠিন পথ চলার কথা জানালেন
ভারতীয় অধিনায়ক। গর্গ বলেছেন, ' ছেলেকে ক্রিকেট খেলানোর স্বপ্নপূ্রণ করতে একসময় বাবা অনেক পরিশ্রম করেছেন। স্কুল বাস চালানো
থেকে দুধ বিক্রি থেকে মাল বহন সব কাজই করেছেন। আমাকে মীরাটের ভালো ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করান। '

২০ কিমি পার করে প্রস্তুতিতে আসা

২০ কিমি পার করে প্রস্তুতিতে আসা

গর্গ বলেছেন, 'জীবনে অনেকটা পরিশ্রম করতে হয়েছে । বাড়ি থেকে ২০ কিলোকিমার পথ অতিক্রম করে ক্রিকেট খেলতে আসতে
হয়েছে।উত্তরপ্রদেশে পারিকশিতগড় থেকে ২০ কিমি যাত্রা করে মীরাটের অ্যাকাডেমিতে আসতে হয়েছে। বাবা কোনও দিনও এতটা পরিশ্রম করে আমাকে ক্রিকেট খেলতে নিয়ে আসায় পিছপা হননি।'

একনজরে গর্গের পারফর্ম্যান্স

একনজরে গর্গের পারফর্ম্যান্স

গত মরসুমে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নেমে ১৯ বছরের প্রিয়ম গর্গ ৮৬৭ রান হাঁকান। ব্যাটে একটি দ্বিশতরান, দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান হাঁকান গর্গ।

ছবি সৌ: বসিসিআই

English summary
India’s U-19 cricket captain unfold story of his father who sold milk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X