For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে দল পাননি, ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নিতে কাউন্টিতে খেলবেন ভারতের এই ক্রিকেটার

Google Oneindia Bengali News

হনুমা বিহারী। ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই সদস্য আইপিএলে দল পাননি। যদিও চেতেশ্বর পূজারা মনে করেন, আইপিএলে তাঁকে নেওয়া উচিত ছিল কোনও দলের। আইপিএলের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। তার প্রস্তুতি নিতে তাই কাউন্টিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হনুমা বিহারী।

ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নিতে কাউন্টিতে খেলবেন হনুমা

বিসিসিআই সূত্রে খবর, কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন হনুমা। তিনি ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বার্মিংহামের কাউন্টি দলের হয়ে অন্তত তিনটি ম্যাচ তিনি খেলবেন বলেই জানা গিয়েছে। ওয়ারউইকশায়ারের অফিসিয়াল পেজে এই ঘোষণা করা না হলেও হনুমার ওই কাউন্টিতে খেলার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন বোর্ডের এক শীর্ষকর্তা। তিনি জানিয়েছেন, সইসাবুদের প্রক্রিয়ার কিছু সামান্য বাকি রয়েছে। তিনটি ম্যাচ তিনি খেলবেনই। ভারতীয় টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারেন কিনা সেটা দেখা হচ্ছে।

ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নিতে কাউন্টিতে খেলবেন হনুমা

২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন হনুমা বিহারী। তারপর থেকে আর দল পাননি। টেস্ট স্পেশালিস্ট তকমা গায়ে লেগে যাওয়ায় তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা। ১২টি টেস্টে ৬২৪ রান করেছেন হনুমা বিহারী। গড় ৩২-এর বেশি। একটি শতরান করেছেন, অর্ধশতরান চারটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে শেষ ভারতের হয়ে খেলেছেন। হ্যামস্ট্রিংয়ে চোট উপেক্ষা করে ২৩ রানে অপরাজিত থাকলেও চার ঘণ্টা ক্রিজে থেকে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ভারতের হার বাঁচিয়েছিলেন হনুমা। তারপরই তিনি ফিরে আসেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে চলে রিহ্যাব পর্ব। এরপর বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রের হয়ে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একটি অর্ধশতরান পেলেও পরের পাঁচটি ম্যাচে দুই অঙ্কের রান পাননি।

ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নিতে কাউন্টিতে খেলবেন হনুমা

করোনা পরিস্থিতিতে রঞ্জি ট্রফি বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে টেস্ট দলে কামব্যাক করতে ম্যাচ প্র্যাকটিসও দরকার হনুমা বিহারীর। চেতেশ্বর পূজারাও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। টেস্ট দলের বাকিরাও রয়েছেন বিভিন্ন দলে। সাদা বলের ক্রিকেট খেললেও তাঁরা ফিট ও ম্যাচ-রেডিই থাকবেন। হনুমা বিহারীকে তাই কাউন্টি খেলার ব্যবস্থা করে দিতে উদ্যোগী হয় বিসিসিআই। ইশান্ত শর্মাও যখন আইপিএল খেলেননি, তখন তাঁকে সাসেক্সের হয়ে খেলতে পাঠানো হয়েছিল। কাউন্টিতে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ করে ইশান্তকে। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলরাও কাউন্টিতে খেলে আরও ক্ষুরধার হয়েছেন। ২০১৮ সালে বিরাট কোহলিরও কাউন্টিতে সারের হয়ে খেলার কথা ছিল, কিন্তু চোটের কারণে তা সম্ভব হয়নি। এবার যেমন শ্রেয়স আইয়ারও সুযোগ পেলেও চোটের কারণেই কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন। তবে হনুমা কাউন্টিতে নজর কেড়েই টেস্ট দলে কামব্যাক করতে বদ্ধপরিকর।

English summary
India's Test specialist Hanuma Vihari is all set to prepare for the upcoming six-Test season in the United Kingdom. He Will play for Warwickshire.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X