For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগেই উন্মোচিত ভারতের টি ২০ বিশ্বকাপের জার্সি, বদলে গেল রং!

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে নতুন জার্সি পরে খেলবে রোহিত শর্মার ভারত। এমনকী হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মহিলা ক্রিকেট দলও একই জার্সি পরে মাঠে নামবে। টি ২০ বিশ্বকাপের জার্সিতে শুধু যোগ হবে বিশ্বকাপের লোগো। আজ রাত ৮টায় ভারতীয় দলের অফিসিয়াল কিট স্পনসরের ইনস্টাগ্রামে সরাসরি জার্সি উন্মোচন অনুষ্ঠান দেখানো হয়।

 রং বদলে টি ২০ বিশ্বকাপে ভারত

(সৌজন্যে- এমপিএল স্পোর্টস ইনস্টাগ্রাম)

২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত যখন জিতেছিল তখন ছিল আকাশী নীল রঙের জার্সি। তারপর থেকে আর আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি মেন ইন ব্লু। বেশ কয়েক বছর ধরে ভারত নেভি ব্লু অর্থাৎ গাঢ় নীল রঙের জার্সি পরে খেলছিল। এবার টি ২০ বিশ্বকাপের আগে বদলে ফেলা হলো জার্সির রং। নেভি ব্লু থাকলেও জার্সির বেশিরভাগটা জুড়েই রয়েছে হাল্কা আকাশী নীল রং।

আজ মুম্বইয়ে এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। তাতে হাজির ছিলেন সচিন তেন্ডুলকরের সুপারফ্যান সুধীর। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ভারতের জার্সির রং নিয়ে। যে টিজার প্রকাশিত হয়েছিল তা দেখে মনে করা হচ্ছিল, ভারত নেভি ব্লু ছেড়ে স্কাই ব্লু-তেই ফিরতে চলেছে। সেটাই হলো। ভারতের পয়া জার্সি ফের এবারের জার্সিতে দেখতে পেয়ে খুশি ক্রিকেট-ভক্তরাও। কাঁধের কাছে এবং হাতের কাছে রয়েছে নেভি ব্লু। সামনের দিকে ডিজাইনের মধ্যেও সামান্য রয়েছে। কিন্তু জার্সির পিছন দিক এবং সামনের দিকে বেশিরভাগটাই আকাশী নীল। ইন্ডিয়া লেখা রয়েছে গেরুয়া রঙে, রয়েছে সাদা বর্ডার।

এমপিএলের তরফে এই জার্সির নাম দেওয়া হয়েছে ওয়ানব্লু জার্সি। ভারতের টি ২০ বিশ্বকাপ দলের তিন ক্রিকেটার রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদবের ছবি ব্যবহার করা হয়েছে। হরমনপ্রীত কৌররাও যে এই রঙের জার্সি পরেই আগামী ম্যাচগুলিতে খেলবেন সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে। কৌরের সঙ্গে নতুন জার্সি পরা রেণুকা সিং ও শেফালি ভার্মার ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে- ইয়ে হ্যায় হর ফ্যান কা জার্সি। অর্থাৎ প্রিয় দলকে সমর্থন করতে ক্রিকেটপ্রেমীদের দেশের জার্সি কেনার আহ্বান জানানো হয়েছে। এমপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে জার্সির দর। অনলাইনে তা কেনা যাচ্ছে। ফ্যান এডিশন জার্সির দাম রাখা হয়েছে ২৪৯৯ টাকা। প্লেয়ার এডিশনের দাম রাখা হয়েছে ৪৪৯৯ টাকা। নতুন জার্সি প্রকাশের পাশাপাশি ভারতীয় দলের আগের জার্সিগুলির দরও অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

সুনীল ছেত্রীর স্বপ্নপূরণ! মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডুরান্ড কাপ জিতল বেঙ্গালুরু এফসিসুনীল ছেত্রীর স্বপ্নপূরণ! মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডুরান্ড কাপ জিতল বেঙ্গালুরু এফসি

English summary
India's T20 World Cup Jersey With Light Sky-Blue Shades Has Been Launched By Official Kit Sponsor MPL. India Women Will Wear The Same Jersey In Their Upcoming Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X