For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ইংল্যান্ডে সিরিজ জিতে পিছনে ফেলল পাকিস্তানকে! বিরাট-শিখরের পাশে থাকার কোন কারণ দেখালেন রোহিত?

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ ড্র রাখতে হলেও টি ২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতেছে রোহিত শর্মার ভারত। সেই সুবাদে ভারতীয় দলের উত্থান হলো আইসিসি র‌্যাঙ্কিংয়ে। পাকিস্তানকে পিছনে ফেলে ভারত উঠে এসেছে তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, রেটিংয়ে ১২৮ পয়েন্ট নিয়ে। তার পরেই রয়েছে ইংল্যান্ড (১২১)। ভারতের রেটিং পয়েন্ট ১০৯, চারে থাকা পাকিস্তানের ১০৬।

ভারতের উত্থান

ভারতের উত্থান

রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দিয়ে ভারত এবার তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই সিরিজে ভারত জিতলে তার ইতিবাচক প্রভাব পড়বে র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকা রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের রেটিং পয়েন্ট ৯৯। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে প্রোটিয়ারা জিতলে পাঁচে থাকা অস্ট্রেলিয়াকে (১০১) তো বটেই পাকিস্তানকেও টপকে যেতে পারে। ভারতের সাফল্য অনেকাংশে নির্ভর করবে শিখর ধাওয়ানের উপরেও। তিনি ভারতকে নেতৃত্ব দেবেন ক্যারিবিয়ান সফরে। একদিনের দলে নিজের জায়গা ধরে রাখতে মুখিয়ে থাকবেন শিখর। ইংল্যান্ডে তিনি অপরাজিত ৩১, ৯ ও ১ রান করেছেন।

খারাপ সময়ে সতীর্থদের পাশেই

খারাপ সময়ে সতীর্থদের পাশেই

শিখর ধাওয়ানের পাশাপাশি হতাশ করেছেন বিরাট কোহলিও। রোহিত শর্মা প্রথম ম্যাচে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেললেও শেষ দুটি ম্যাচে রান করেছেন যথাক্রমে ০ ও ১৭। বিরাট কোহলি একদিনের সিরিজে রান করেছেন মাত্র ৪৬, টি ২০ সিরিজেও তাঁর রান ছিল যথাক্রমে ১ ও ১১। তবু রোহিত চিন্তিত নন। রোহিত বলেন, আমি চিন্তিত নই। তবে এক্ষেত্রে কিছু বিষয় যে করণীয় সেটা উপলব্ধি করছি। ওল্ড ট্রাফোর্ডের উইকেটে তেমন কিছু ছিল না। আমরা এমন কিছু শট খেলেছি যেগুলি ভালো নয়। তাতেও উইকেট গিয়েছে। তবুও আমি সতীর্থদের পাশে থাকছি এই কারণেই যে, তাঁরা দীর্ঘ সময় ধরে ভালো খেলে এসেছেন। তাঁদের যা কোয়ালিটি তাতে দলের প্রতি তাঁরা যে অবদান রাখবেন সেই বিষয়ে আমার কোনও সংশয় নেই।

জয় নিয়ে

জয় নিয়ে

২৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চার উইকেট হারিয়ে ভারত যখন অস্বস্তিতে তখন জয়ের দিকে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থের জুটি। ঋষভ পন্থ একদিনের আন্তর্জাতিকে নিজের প্রথম শতরান হাঁকিয়ে অপরাজিত থেকেছেন। নিশ্চিত করেছেন দলের সিরিজ জয়। রোহিত বলেন, উইকেট ভালো ছিল। তবু আমরা এই ব্যাপারে নিশ্চিত ছিলাম যে, দ্রুত উইকেট হারালে রান তাড়া করা কঠিন হতে পারে। আমরা সেটা চাইনি। তবে হার্দিক ও ঋষভের প্রশংসা করতেই হবে তাঁরা যেভাবে ব্যাট করেছেন তাতে কখনও মনে হয়নি আমরা আতঙ্কে রয়েছি। প্যানিককে দূরে রেখে তাঁরা ক্রিকেটীয় শট খেলেই যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন তা দেখে ভালো লেগেছে।

তৃপ্ত ক্যাপ্টেন

তৃপ্ত ক্যাপ্টেন

রোহিত পাকাপাকিভাবে দেশের সাদা বলের অধিনায়ক হওয়ার পর তাঁর নেতৃত্বে এটি ভারতের টানা দ্বিতীয় সিরিজ জয়। রোহিতের কথায়, খুব ভালো লাগছে। সাদা বলের ক্রিকেটে দলগতভাবে ভালো করার লক্ষ্য নিয়েই এখানে এসেছিলাম। সেই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। তবে সামগ্রিকভাবে আমাদের কিছু বিষয়ে আরও উন্নতি করতে হবে। তবে যেভাবে সাদা বলের সিরিজে গোটা দল খেলেছে তাতে আমি সন্তুষ্ট। আগে এখানে এসে আমরা হেরে গিয়েছিলাম। ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে খেলতে নেমে জয় ছিনিয়ে নেওয়া সহজ নয়। কিন্তু যেভাবে আমরা সাদা বলের সিরিজ খেলেছি তা দুর্দান্ত। এমনটাই চাইছিলাম অনেকদিন ধরে। দলগত সংহতিতে ভর করে যে সাফল্য এসেছে তাতে তৃপ্ত হিটম্যান।

দুই তারকার প্রশংসা

দুই তারকার প্রশংসা

রোহিত উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ডিয়ার। চাহালকে নিয়ে রোহিত বলেন, সাদা বলের ক্রিকেটে বোলিংয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে চাহালের। এটা দুর্ভাগ্যজনক আগের টি ২০ বিশ্বকাপে তিনি খেলার সুযোগ পাননি। কিন্তু বিশ্বকাপের পর চাহাল ক্রমাগত নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটিয়ে দারুণভাবে কামব্য়াক করেছেন। সিরিজ-সেরা হার্দিককে নিয়ে রোহিতের বক্তব্য, মাঠের দুই দিকের বাউন্ডারি সমান ছিল না। একদিকে অনেক বড় বাউন্ডারি ছিল। সে কথা মাথায় রেখে হার্দিক লাগাতার বাউন্সার দিয়ে গিয়েছেন। তার সুফলও মিলেছে। হার্দিককে নিয়েও আমি খুব খুশি।

English summary
India's Series Win Over England Secures The Third Spot Of ICC ODI Rankings For Rohit Sharma-Led Side. Rohit Pleased With ODI Show, But Admits They Have A Lot Of Things To Improve.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X