For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখর-চাহালদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে পারলেন না ওয়াশিংটন সুন্দর, থাকছেন টেস্ট দলের স্পিনারই

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে শেষ অবধি নামা হচ্ছে না ওয়াশিংটন সুন্দরের। বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। আইসোলেশনের মেয়াদ ফুরানোর আগেই একদিনের দলের বাকি সতীর্থরা আজ কেপ টাউন রওনা হয়ে গেলেন। সুন্দরের পরিবর্ত ক্রিকেটার হিসেবে আজ বিকেলে জয়ন্ত যাদবের নাম জানানো হয় বিসিসিআইয়ের তরফে। তিনি টেস্ট দলের সঙ্গেই রয়েছেন। মহম্মদ সিরাজের হ্যামস্ট্রিংয়ের চোট না সারলে তাঁর ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছে নভদীপ সাইনিকে।

শিখর-চাহালদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে পারলেন না ওয়াশিংটন সুন্দর, থাকছেন টেস্ট দলের স্পিনারই

(ছবি- শিখর ধাওয়ানের ইনস্টাগ্রাম)

ভারতীয় টেস্ট দলের অনেকেই রয়েছেন একদিনের দলে। যে ক্রিকেটাররা আজ ভোররাতে চার্টার্ড বিমানে কেপ টাউনের উদ্দেশ্যে রওনা হলেন তাঁরা হলেন যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদব, নভদীপ সাইনি ও প্রসিদ্ধ কৃষ্ণ। ক্রিকেটারদের অনেকেই বিমান-যাত্রার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কেপ টাউনে আজ পৌঁছানোর পর তিন দিন সকলকে নিভৃতবাসে থাকতে হবে। সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্টেরও আজ দ্বিতীয় দিন।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, টেস্ট দলের সঙ্গে থাকা স্পিনার জয়ন্ত যাদবকে রেখে দেওয়া হবে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য। টেস্ট দলের যাঁরা একদিনের সিরিজে নেই, কেপ টাউন টেস্ট শেষ হলেই তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা হবে। ওয়াশিংটন সুন্দর করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর কোনও পরিবর্তের নাম ঘোষণা করা হলেও তাঁকে অল্প সময়ের মধ্যে মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে আনা সম্ভব ছিল না বলেই জয়ন্তকে রেখে দেওয়া হচ্ছে। ২০১৬ সালে টেস্ট অভিষেকের পর মাত্র ৫টি টেস্ট খেলেছেন জয়ন্ত যাদব। বিশাখাপত্তনমে একটিই একদিনের আন্তর্জাতিক খেলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে। সেই ম্যাচে চার ওভার বল করে একটি উইকেট পেয়েছিলেন। টেস্টে তাঁর উইকেট-সংখ্যা ১৬। কিউয়িদের বিরুদ্ধে গত মাসে মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন।

শিখর-চাহালদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে পারলেন না ওয়াশিংটন

ইতিমধ্যেই ব্যাটের হাত ভালো বলে হেড কোচ রাহুল দ্রাবিড়ের মন জয় করে নিয়েছেন হরিয়ানার এই অফ স্পিনার। যদিও রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল থাকায় জয়ন্তের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। তবে যেহেতু রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেলও চোটের কারণে নেই সে কারণে ব্যাটিং গভীরতার কথা মাথায় রেখে জয়ন্তকে খেলানোর অপশনও খোলা রাখছে টিম ম্যানেজমেন্ট। টেস্টে তাঁর শতরানও রয়েছে। ফলে ওয়াশিংটন সুন্দরের যোগ্য বদলি হতেই পারেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে ভারত কতজন স্পিনার নিয়ে নামে তার উপরই নির্ভর করবে জয়ন্তের খেলার বিষয়টি।

পার্লে প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক, শেষ ম্যাচ কেপ টাউনে। সিরিজ শুরু ১৯ জানুয়ারি। ভারতীয় দলে রয়েছেন- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জয়ন্ত যাদব, নভদীপ সাইনি।

English summary
India's ODI Players Departed For Cape Town As Jayant Yadav Will Stay Back In South Africa. Three Match ODI Series Between India And South Africa Will Commence From January 19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X