For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণদের প্রশংসা করে বিরাট সিদ্ধান্তের ইঙ্গিত দ্রাবিড়ের, ওয়াংখেড়ের বিরল দৃশ্য ভাইরাল

Google Oneindia Bengali News

ভারতীয় দলের পাকাপাকি হেড কোচ হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর টেস্ট সিরিজ জয়েরও সাক্ষী থাকলেন রাহুল দ্রাবিড়। সামনে দক্ষিণ আফ্রিকা সফর। মুম্বইয়ে ওয়াংখেড়েতে বিশ্বের ১ নম্বর দলকে হারানোর পর দ্রাবিড়ের কথায় ইঙ্গিত মিলেছে, এবার বড় সিদ্ধান্তের পথেই হাঁটতে চলেছে টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স ও সাফল্যলাভের জন্য তাঁদের যে খিদে লক্ষ্য করা যাচ্ছে, তারও প্রশংসা করেছেন দ্রাবিড়। অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মার মতো ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা পান কিনা সেটাই দেখার।

কঠোর সিদ্ধান্তের পথে

কঠোর সিদ্ধান্তের পথে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি দলে ফেরায় প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁদের অনুপস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করে মুম্বই টেস্টে ম্যাচের সেরা হয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। তিনি জানিয়েছেন, দ্রাবিড় ও সুনীল গাভাসকরের পরামর্শেই উপকৃত হয়েছেন। দ্রাবিড় ব্যাটিং টেকনিক নিয়ে বেশি ভাবনাচিন্তা করতে বারণ করেছিলেন, কেন না ওই টেকনিকই তাঁকে জাতীয় দল অবধি পৌঁছে দিয়েছে। বরং মানসিক দৃঢ়তার উপর দ্রাবিড়র যেমন গুরুত্ব আরোপ করতে বলেছিলেন, তেমনই গাভাসকরের পরামর্শে কিছুটা ঝুঁকে ব্যাট করাও ফলপ্রসূ হয়েছে বলে জানান ময়াঙ্ক। রান পেয়েছেন শুভমান গিল, শ্রেয়স আইয়াররাও। আর এতেই বাদ পড়ার খাঁড়া ঝুলছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার উপর।

তরুণদের প্রশংসা দ্রাবিড়ের

তরুণদের প্রশংসা দ্রাবিড়ের

দল নির্বাচন নিয়ে ভারতকে যে মাথাব্যথার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা ভালো বলেই মনে করেন দ্রাবিড়। তাঁর কথায়, তরুণ ক্রিকেটাররা ভালো পারফর্ম করছেন, এটা যথেষ্টই ইতিবাচক দিক। সকলেই ভালো কিছু করতে চাইছেন এবং একে অপরকে সহযোগিতা করছেন, সুস্থ প্রতিযোগিতাও চলছে। কয়েকজন সিনিয়রকে আমরা মিস করলেও তাঁদের জায়গায় সুযোগ পাওয়া প্রত্যেকে সুযোগের সদ্ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে ময়াঙ্ক, শ্রেয়স, সিরাজের কথাও উল্লেখ করে দ্রাবিড় বলেন, গতকাল আর আজ জয়ন্ত যাদবের বোলিংয়েও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। অক্ষর বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও প্রশংসনীয় উন্নতি করেছেন। সবমিলিয়ে দল নির্বাচনের মাথাব্যথা আরও কিছুটা বাড়বে বলেই আশা করি। কিছু কঠোর সিদ্ধান্তও নিতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারকে পরিষ্কারভাবে বুঝিয়েও দেওয়া হবে কী কারণে কঠোর সিদ্ধান্ত বা কোন জায়গায় সমস্যা হচ্ছে। এই দলে এখন অনেক বিকল্প তৈরি, যা একটি শক্তিশালী দল হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

একপেশে নয়

একপেশে নয়

রাহুল দ্রাবিড় সিরিজ জেতার পরও মনে করছেন না এটি একপেশে ছিল। তাঁর কথায়, সিরিজ জয় নিঃসন্দেহে ভালো। কানপুরে একটি উইকেট তুলতে না পারায় আমরা টেস্ট জিততে পারিনি। মুম্বইয়ে জিতেছি, তবে এ জন্য কঠোর পরিশ্রমও করতে হয়েছে। সিরিজের ফল দেখে একপেশে মনে হলেও মোটেও বিষয়টি তা ছিল না। বেশ কয়েকটি ধাপে আমরা পিছিয়েই ছিলাম। কিন্তু লড়াই চালিয়ে যেভাবে আমরা সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছি এবং শেষে জয় নিশ্চিত হয়েছে তাতে গোটা কৃতিত্বটাই দলের।

দ্বিতীয় ইনিংসে কেন ব্যাটিং?

কিউয়িদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্তের পিছনে কারণও জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, হাতে পর্যাপ্ত সময় ছিল, তাই ফলো অনের কথা ভাবিনি। আমাদের দলে অনেক তরুণ ব্যাটার। সামনে কঠিন পরিস্থিতিতে আমাদের পড়তে হতে পারে। সে কথা মাথায় রেখে তাঁদের ব্যাটিংয়ের সুযোগ দিতেই আমরা নিউজিল্যান্ডকে ফলো অন করাইনি। ক্রিকেটারদের উন্নতির সুযোগ করে দিতেই এই পদক্ষেপ। চোট-আঘাত সমস্যার পাশাপাশি ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা তাঁর, নির্বাচকদের এবং লিডারশিপ গ্রুপের বড় কাজ বলেই মনে করেন রাহুল দ্রাবিড়।

ভাইরাল ছবি

ভারতীয় দলে রয়েছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডে আজাজ প্যাটেল ও রাচিন রবীন্দ্র। চার ক্রিকেটার পাশাপাশি এমনভাবে দাঁড়িয়েছেন যাতে দেখা গিয়েছে চার ক্রিকেটারের জার্সির পিছনে লেখা নামে দুই ক্রিকেটারের নাম ও পদবি (অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা) ফুটে উঠেছে।

English summary
India's Head Coach Rahul Dravid Indicated That Team Management To Take Tough Selection Decisions. According To Dravid, It's A Good Headache To Have And See Young Boys Perform Well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X