ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে মাঠে নামবেন বিরাট কোহলিরা
আগে থেকেই ঠিক ছিল। তবে কবে তা জানা ছিল না।
অবশেষে অপেক্ষার অবসান হল। ঠিক হয়েছে, ৩০ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মহারণেই কমলা জার্সি পরে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, বিরাট কোহলিদের যে জার্সিতে দেখে ক্রিকেট প্রেমীরা অভ্যস্ত, সেই নীল রং থাকবে জামার কলার এবং সামনের কিছুটা অংশে। জার্সিতে খেলোয়াড়দের নাম এবং নম্বরও নীলে লেখা থাকবে বলেই জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপে প্রতিটি দলকেই দুটি করে জার্সি সঙ্গে রাখার অনুমতি দিয়েছে আইসিসি। হোম-আওয়ে ফরম্যাটে কোনও ম্যাচে দুই দলের জার্সির রং একই ধাঁচের হলে অ্য়াওয়ে দল নিজেদের পোশাক পাল্টাতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। এই বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের জার্সির রং প্রায় একই রকম। তাই অ্যাওয়ে দল হিসেবে বিরাট বাহিনী ৩০ জুনের ম্যাচে জার্সি বদল করার সুযোগ পেয়েছেন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Team Afghanistan's playing kits for the <a href="https://twitter.com/ICC?ref_src=twsrc%5Etfw">@ICC</a> <a href="https://twitter.com/cricketworldcup?ref_src=twsrc%5Etfw">@cricketworldcup</a> 2019. <a href="https://twitter.com/hashtag/AfghanAtalan?src=hash&ref_src=twsrc%5Etfw">#AfghanAtalan</a> <a href="https://twitter.com/hashtag/CWC2019?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC2019</a> <a href="https://t.co/XtmmOg19wF">pic.twitter.com/XtmmOg19wF</a></p>— Afghanistan Cricket Board (@ACBofficials) <a href="https://twitter.com/ACBofficials/status/1126026606605213696?ref_src=twsrc%5Etfw">May 8, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শনিবার সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। দুই দলের জার্সির রং নীল হওয়ায় হোম-অ্যাওয়ে পদ্ধতিতে আফগানরা ওই ম্যাচে অন্য পোশাক পরে নামবেন বলেই শোনা যাচ্ছে। সেই নতুন জার্সিতে নীলের পরিবর্তে লালের আধিক্য থাকবে বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য, ২ জুন লন্ডনের ক্যানিংটন ওভালে হোম টিম সবুজ বাংলাদেশের বিরুদ্ধে আপার পার্টে হলুদ জার্সি পরে খেলতে নেমেছিল অ্যাওয়ে দল দক্ষিণ আফ্রিকা।