For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই টেস্টে পরীক্ষা পূজারার! দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে তিন শতাধিক লিড ভারতের আগেও রয়েছে?

  • |
Google Oneindia Bengali News

মুম্বই টেস্টে রানের পাহাড় গড়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে চাইছে ভারত। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ভারতের ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড ২৮.১ ওভারে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। তবে কিউয়িদের ফলো অন করায়নি ভারত। দিনের শেষে ২১ ওভারে কোনও উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ৬৯ রান।

ফিল্ডিং করার সময় কনুইয়ে চোট পাওয়ায় শুভমান গিল ওপেন করতে নামতে পারেননি। সতর্কতামূলক ব্যবস্থা এই টেস্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। অক্ষর প্যাটেলের বলে হেনরি নিকোলস স্যুইপ মারতে গেলে তা গিলের কনুইয়ে লেগেছিল। চেতেশ্বর পূজারা ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে পূজারা ৫১ বলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ময়াঙ্ক আগরওয়াল অপরাজিত রয়েছেন ৭৫ বলে ৩৮ রানে, তিনি ৬টি বাউন্ডারি মেরেছেন।

দ্বিতীয় দিনে ২য় ইনিংসে তিন শতাধিক লিড ভারতের আগেও রয়েছে?

তবে কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ফাঁকে ভাগ্যের সহায়তাও পেয়েছেন পূজারা। ঘটনা ১৪তম ওভারের শেষ বলের। আজাজ প্যাটেলের বল পূজারার প্য়াডে লাগলেও রিভিউ নেয়নি নিউজিল্যান্ড। দেখা যায় বল লেগ স্টাম্পে লাগত। রিপ্লে দেখে আজাজের হতাশা প্রকাশের ছবি ধরা পড়ে টিভি ক্যামেরায়। তার আগে দ্বাদশ ওভারের শেষ বলে আজাজ প্যাটেলের বল মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে ছক্কা মারেন পূজারা।

টেস্টের দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে তিনশোর উপর লিড এর আগে ভারত নিয়েছিল ২০০৬ সালের জোহানেসবার্গ টেস্টে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত প্রথম ইনিংসে ২৪৯ রান করার পর দক্ষিণ আফ্রিকা ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল, এস শ্রীসন্থ ৫ উইকেট নিয়েছিলেন। এরপর দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১৪৬। সেই টেস্টের পর ফের একবার দ্বিতীয় দিনেই ভারতের লিড ৩০০ ছাড়াল।

দ্বিতীয় দিনে ২য় ইনিংসে তিন শতাধিক লিড ভারতের আগেও রয়েছে?

প্রথম ইনিংসে ১৫০ রানে আউট হওয়ার পর ফের বড় রানের দিকে এগোচ্ছেন ময়াঙ্ক। তাঁর কথায়, আক্রমণাত্মক খেলেই আজাজের ছন্দ নষ্ট করে দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিলাম। ভারতের ঘরোয়া ক্রিকেট খেলা খুব কঠিন, কিন্তু কয়েক বছর সেই ক্রিকেট খেলার অভিজ্ঞতা ফলদায়ক হয়। সেই অভিজ্ঞতাকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার করছি। কাল সারাদিনই ভারতের ব্যাট করার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন ময়াঙ্ক। বলেন, যতটা বেশি সম্ভব রান তুলে নিউজিল্যান্ডকে চাপে ফেলাই লক্ষ্য। মনে করা হচ্ছে, রবিবাসরীয় বিকেলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত শেষের দিকে কয়েকটি উইকেট তুলে নিতে চাইবে। তিনে নেমে বিরাট কোহলি কেমন ব্যাটিং করেন সেটাও দেখার।

English summary
India On The Verge Of Another Series Win As Virat Kohli's Team Lead By 332 Runs At The End Of Day 2 In Mumbai. In Reply Of India's 325 Kiwis Were Dismissed On 62 But India Didn't Enforce Follow On.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X