For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের ভারতের বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল শ্রীলঙ্কা, ধরমশালায় দ্বিতীয় টি ২০ কি ভাসাবে বৃষ্টি?

Google Oneindia Bengali News

লখনউয়ে সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে ৬২ রানে জিতেছে ভারত। এই নিয়ে মেন ইন ব্লু গত নভেম্বর থেকে টানা ১০টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে। আফগানিস্তান ও রোমানিয়া টানা ১২টি করে টি ২০ আন্তর্জাতিক জিতেছিল। ভারত শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে সেই নজিরে থাবা বসাতে পারবে। আজ দুই দলই পৌঁছে গিয়েছে ধরমশালায়।

বৃষ্টি নিয়েই চিন্তা

বৃষ্টি নিয়েই চিন্তা

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে পা রাখলেই চোখ জুড়িয়ে যাবে মনোরম প্রাকৃতিক পরিবেশে। তবে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক ও ২০২০ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। কালকের ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের পর থেকে এখানে আর টি ২০ আন্তর্জাতিক হয়নি। ফলে পিচ কেমন আচরণ করে সেদিকে থাকবে বিশেষ নজর। ২০১৫ সালে ভারত ধরমশালায় একমাত্র টি ২০ আন্তর্জাতিক খেলেছিল। সেটিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়েছিল ৭ উইকেটে। ফলে ধরমশালায় প্রথমবার টি ২০ আন্তর্জাতিক তথা সিরিজ জয়ের হাতছানি রোহিত শর্মার দলের সামনে।

রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই

রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই

ভারত ও শ্রীলঙ্কা দুই দলই এই সিরিজে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ পেয়েছে। বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক চাহারদের অনুপস্থিতিতেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সমস্যা হচ্ছে না। এর বড় কারণ টপ অর্ডারের দারুণ ছন্দে থাকা। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রবীন্দ্র জাদেজাও রয়েছেন প্রথম একাদশে। ফলে ষষ্ঠ বোলারের অভাব মিটেছে। গতকাল ৭ বোলার ব্যবহার করেছিলেন রোহিত শর্মা। চারজন ফ্রন্টলাইন বোলার- ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল ও যুজবেন্দ্র চাহালের চার ওভারের কোটা পূরণ করা যায়নি। ভেঙ্কটেশ আইয়ার ও দীপক হুডা তিন ওভার করে বল করেছেন। তবে ভারতীয় শিবিরকে উদ্বেগে রাখবে ফিল্ডিং। গতকালও তিনটি ক্যাচ পড়েছে। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে এই বিভাগে খামতি মেটানো যে জরুরি সে কথা স্বীকার করেছেন খোদ রোহিত শর্মাও।

ধাক্কা খেল শ্রীলঙ্কা

ধাক্কা খেল শ্রীলঙ্কা

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামার আগে আজ আরও ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা দেশে ফিরে গিয়েছেন। সেই সঙ্গে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টি ২০ সিরিজ থেকেই ছিটকে গেলেন মিস্ট্রি স্পিনার মহীশ থিক্ষণা ও ব্যাটার কুশল মেন্ডিস। এই দুজন অবশ্য প্রথম ম্যাচেও ছিলেন না। তাঁরা ছিটকে যাওয়ায় অনভিজ্ঞ জেফ্রি ভ্য়ান্ডারসে ও প্রবীণ জয়বিক্রমার উপরই স্পিন বিভাগের ভার থাকবে। পেস আক্রমণে অবশ্য অভিজ্ঞতার কমতি নেই। কিন্তু ভারতকে ভারতে হারাতে হলে জ্বলে উঠতে হবে শ্রীলঙ্কার ব্য়াটারদের। চরিথ আসালঙ্কার অর্ধশতরান বাদে বাকিরা হতাশই করেছেন। এরই মধ্যে ছিটকে যাওয়া দুই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে নিরোশন ডিকওয়েলা ও ধনঞ্জয় ডি সিলভাকে।

সম্ভাব্য এগারো

সম্ভাব্য এগারো

লখনউয়ে খেলার কথা থাকলেও ম্যাচ শুরুর আগে কব্জিতে ব্যথা অনুভব করায় মাঠে নামতে পারেননি ঋতুরাজ গায়কোয়াড়। বোর্ডসূত্রে খবর, ঋতুরাজ গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে ডাক পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। কালকের ম্যাচ জিতে রবিবার ফের কয়েকজন বিশ্রাম দিতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গতকাল ভারতীয় দলে ৬টি পরিবর্তন হয়েছিল। কাল চাহালের জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। শ্রীলঙ্কা দলে অবশ্য কয়েকটি পরিবর্তন হতেই পারে। কামিল মিশারার জায়গায় খেলানো হতে পারে দানুষ্কা গুণতিলকাকে, চান্দিমলের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ডিকওয়েলা।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটডেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- দানুষ্কা গুণতিলকা, পাথুম নিসঙ্কা, চরিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, নিরোশন ডিকওয়েলা (উইকেটকিপার), দাসুন শনকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রমা, লাহিরু কুমারা।

English summary
Rohit Sharma-Led India On The Verge Of Another Series Win. But Rain Could Play Spoilsport The 2nd T20I Against Sri Lanka To Be Played Tomorrow In Dharamsala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X