For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে নজিরবিহীন ঘটনা! টস জিতে কেন কিংকর্তব্যবিমূঢ় রোহিত?

সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল ভারত। রোহিত শর্মা সিদ্ধান্তের কথা জানালেন কয়েক সেকেন্ড পর। বললেন, নিজেদের মধ্যে আলোচনায় যা ঠিক হয়েছিল সেটা ভুলে গিয়েছিলাম।

  • |
Google Oneindia Bengali News

রায়পুরে আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেই এক ম্যাচ বাকি থাকতে ওডিআই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। শুভমান গিলের অনবদ্য ২০৮ এবং মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে হায়দরাবাদে হাই স্কোরিং ম্যাচে বিশ্বের ১ নম্বর ওডিআই দলকে পরাস্ত করেছিল মেন ইন ব্লু। আজ টস জিতে ফিল্ডিং নিল ভারত। তবে রোহিত শর্মা সিদ্ধান্তের কথা জানানোর আগেই পেরিয়ে গেল অন্তত ১২ সেকেন্ড। যা নজিরবিহীন। কেউ ব্রেন ফেডের কটাক্ষও ছুড়ছেন।

রায়পুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ

রায়পুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ

রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক হচ্ছে। ভারতের ওডিআই কেন্দ্র হিসেবে এটি ৫০তম। এখানে এর আগে আইপিএল ও চ্য়াম্পিয়ন্স লিগ টি ২০-র ম্যাচ হয়েছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ-সহ প্রাক্তনদের ক্রিকেট ম্যাচও হয়েছে। দর্শকাসনের নিরিখে এটি ভারতের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। হাজার পঞ্চাশেক মানুষ আজ নয়া রায়পুরের স্টেডিয়ামটিতে হাজির থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও বিসিসিআইয়ের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ২০০৮ সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামে ৬৫ হাজার মানুষের খেলা দেখার বন্দোবস্ত রয়েছে। ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

এদিন যে উইকেটে খেলা হবে তা বেশ শক্ত এবং ঘাস রয়েছে। ফলে পেস ও বাউন্স থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ব্যাটিংয়ের পক্ষেও এই উইকেট যথেষ্টই ভালো। রায়পুরে সন্ধ্যার পর থেকে ভালোই শিশির পড়ছে। ফলে ডিউ ফ্যাক্টরের বিষয়টিও থাকছে। বিশেষজ্ঞরা তাই টসের আগে জানিয়ে দেন, যে দল টস জিতবে তারা প্রথমে বোলিং করতেই পছন্দ করবে। মাঠের স্কোয়্যার ও স্ট্রেট বাউন্ডারিও বেশ বড়।

রোহিতের ব্রেন ফেড?

রোহিত শর্মা টস জেতেন। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ জানতে চান কী সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক? তখনই ঘটে অবাক করা ঘটনা। পড়া মনে না পড়লে যে পরিস্থিতি হয় সেই অবস্থাই তখন রোহিতের! কেউ ব্রেন ফেডও বলতে পারেন! অবাক চোখে তাঁর দিকে তাকিয়ে তখন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টসের সময় সঞ্চালকের ভূমিকায় থাকা ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও রোহিতের উত্তরের অপেক্ষায়। বেশ কয়েক সেকেন্ড পর রোহিত বলেন, তিনি ফিল্ডিং নিচ্ছেন।

অধিক আলোচনাতেই গুলিয়ে গিয়েছে!

রোহিত পরে বলেন, টস নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের আলোচনা হয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম কী করার কথা আগে ঠিক হয়েছে। আমরা সব সময়ই চাইছি নিজেদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে। আজ টস জিতে বোলিং নিচ্ছি। নৈশালোকে আমরা বেশি বোলিং করতে চাই। হায়দরাবাদে মাইকেল ব্রেসওয়েল ভালো ব্যাট করেছিলেন, আমরাও ভালো বোলিং করেছি। রায়পুরে অনুশীলনের সময় শিশির পড়তে দেখেছি। কিন্তু কিউরেটরের কাছে শুনলাম, এই শিশির ম্যাচে কোনও প্রভাব ফেলবে না।

দুই দলের একাদশ অপরিবর্তিত

দুই দলের একাদশ অপরিবর্তিত

ভারতের মতো নিউজিল্যান্ডও এই ম্যাচে নামছে প্রথম একাদশে পরিবর্তন না এনেই। তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন লাথাম। উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আগের ম্যাচে চাপের মধ্যেও দল যেভাবে খেলেছে তাতে খুশি কিউয়ি অধিনায়ক। নতুন ক্রিকেটারদের কাছে ভারতে খেলার অভিজ্ঞতা কার্যকরী হচ্ছে বলে দাবি তাঁর।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন

English summary
India Have Won The Toss And Elected To Bowl Against New Zealand In The 2nd ODI In Raipur. India Have Won The First ODI By 12 Runs In Hyderabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X