For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনালের আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান জানুন

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল ২০১৯ সালের অ্যাশেজ দিয়ে। এজবাস্টনে জেমস অ্যান্ডারসনের প্রথম বলটি খেলেছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। ১৮ জুন থেকে ফাইনালও সেই ইংল্যান্ডেই। সাউদাম্পটনে বিরাট কোহলির ভারত মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। একনজরে চোখ রাখা যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে।

এগিয়ে নিউজিল্যান্ড

এগিয়ে নিউজিল্যান্ড

আইসিসি-র কোনও ইভেন্টে ভারত শেষবার নিউজিল্যান্ডকে হারিয়েছিল ১৮ বছর আগে। ২০০৩ সালের বিশ্বকাপে। ২০০৭ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ভারতকে হারায় নিউজিল্যান্ড। ২০১৯-এর বিশ্বকাপ সেমিফাইনালেও বিরাটরা পরাজিত হন কিউয়িদের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়েও ভারতকে দুইবার হারিয়েছেন উইলিয়ামসনরা।

ব্যাটিং রেকর্ড

ব্যাটিং রেকর্ড

ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান অজিঙ্ক রাহানের। ২৮টি ইনিংসে ১০৯৫, গড় ৪৩.৮০। তারপরই রোহিত শর্মা। ১৭ ইনিংসে তিনি করেছেন ১০৩০ রান, গড় ৬৪.৩৭। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্য সবচেয়ে বেশি রান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানের (১৬৭৫)। সবচেয়ে বেশি পাঁচটি শতরানও রয়েছে তাঁর। ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে ডেভিড ওয়ার্নারের। একমাত্র তিনিই একমাত্র ত্রিশতরানটি করেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ২০১৯ সালের নভেম্বরে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৩৫ রান করেছিলেন ওয়ার্নার।

উজ্জ্বল বুমরাহ-অশ্বিন

উজ্জ্বল বুমরাহ-অশ্বিন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইনিংসে সেরা বোলিং ফিগারে ভারতের রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। ইনিংসে সাত উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে অশ্বিন ও শ্রীলঙ্কার লসিথ এম্বুলদেনিয়ার। তবে লসিথ অশ্বিনের চেয়ে সামান্য এগিয়ে। লসিথ এম্বুলদেনিয়া গল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৭ রানে ৭ উইকেট নেন চলতি বছরের গোড়ায়। দেশের মাটিতেই অশ্বিন ২০১৯ সালে ১৪৫ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুজনের হ্যাটট্রিক রয়েছে। জশপ্রীত বুমরাহ-র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর পাকিস্তানের নামিম শাহ গত বছর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।

একস্ট্রা কভার

একস্ট্রা কভার

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একমাত্র ইংল্যান্ডই দুইবার একশোর কমে অল আউট হয়েছে। ২০১৯-এর অগাস্টে হেডিংলিতে অজিদের বিরুদ্ধে ৬৭ রানে। এরপর গত ফেব্রুয়ারিতে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে ৮১ রানে অল আউট হয় জো রুটের দল। নবম ও দশম উইকেট জুটিতে সর্বাধিক রানের জুটিতে একজন ব্যাটসম্যান দুই ক্ষেত্রেই উপস্থিত ছিলেন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। পুনেতে ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে নবম উইকেট জুটিতে ভেরন ফিলান্ডারকে নিয়ে ১০৯ রান যোগ করেন তিনি। ডেন প্যাটারসনকে নিয়ে ৯৯ রান যোগ করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, পোর্ট এলিজাবেথে। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য করেছেন পাকিস্তানের শান মাসুদ। ২০১৯ সালেই ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। পরপর তিনবার-সহ মোট পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন মাসুদ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।

English summary
India Never Beat New Zealand In ICC Events Since 2003 World Cup. New Zealand Beat India Twice In World Test Championship League Phase.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X