For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৯ বল বাকী থাকতে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল কোহলির ভারত

LIVE ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার

  • |
Google Oneindia Bengali News

একের পর এক ফিল্ডিং ও ক্যাচ মিসের বহর চলল প্রথম ইনিংস জুড়ে। তার দৌলতেই একটি জীবনদান পেয়ে ভারতের বিরুদ্ধে ১২৮ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুরুর দিকে পরপর উইকেট হারিয়েও ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলল শ্রীলঙ্কা।

লিডসের হেডিংলেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। জসপ্রীত বুমরার দাপটে শুরুতেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজা প্রথম ওভার বল করতে এসেই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে তৃতীয় ধাক্কা দেন। চতুর্থ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমানের মধ্যে ১২৪ রানের পার্টনারশিপ হয়। ৬৮ বলে ৫৩ রান করে থিরিমানে আউট হলে ধনঞ্জয় ডি সিলভার (২৯) সঙ্গে জুটিতে ৭৪ রান যুক্ত করেন ম্যাথিউস।

এই সময় একাধিক মিস ফিল্ড করেন ভারতীয় ফিল্ডাররা। বেশ কয়েকটি লাইনের বল মিস করেন মহেন্দ্র সিং ধোনিও। একটি বাই চারও দেন তিনি। ভারতের হয়ে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

৩৯ বল বাকী থাকতে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল কোহলির ভারত

Newest First Oldest First
10:31 PM, 6 Jul

৪৩.৩ ওভারের মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে ফেলল ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত।
10:27 PM, 6 Jul

৪ রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন পন্থ। ভারত পৌঁছে গেল ৩ উইকেটে ২৬৩ রানে। জয়ের জন্য প্রয়োজন আর ২ রান।
10:20 PM, 6 Jul

৪২ ওভার শেষে ভারত ২৫৩/২। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ।
10:18 PM, 6 Jul

৪১ ওভার শেষে ২৪৪/২। মালিঙ্গার শেষ বলে আউট রাহুল। করলেন ১১১ রান।
10:11 PM, 6 Jul

৪০ ওভার শেষে ভারত পৌঁছে গেল ২৩৪ রানে ১ উইকেটের বিনিময়ে।
10:06 PM, 6 Jul

৩৯ তম ওভার শেষে ভারত পৌঁছে গেল ২৩০ রানে। আর ৩৫ রান চাই ৬৬ বলে।
10:04 PM, 6 Jul

১০৯ বলে শতরান করলেন কেএল রাহুল। রোহিতের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এদিন শতরান করলেন রাহুল।
10:01 PM, 6 Jul

৩৮তম ওভারে এল মাত্র ১ রান। ভারত ৩৮ ওভার শেষে ২২২/১।
9:57 PM, 6 Jul

৯৮ রানে অপরাজিত রাহুল। ভারত ৩৭ ওভার শেষে ২২১/১ রানে পৌঁছে গেল।
9:54 PM, 6 Jul

৩৬ ওভার শেষে ভারত তুলল ২১৪/১। রাহুল ৯৩ রানে অপরাজিত।
9:53 PM, 6 Jul

শেষ হল ৩৫তম ওভার। ভারত ২১১/১। শতরানের দিকে এগোচ্ছেন কেএল রাহুল।
9:48 PM, 6 Jul

৩৪তম ওভার শেষে ভারত ২০৭/১। কেএল রাহুল পৌঁছলেন ৯০ রানে।
9:47 PM, 6 Jul

৩৩তম ওভার শেষ হল। ভারত দলগতভাবে দ্বিশতরানে পৌঁছে গেল। ওভার শেষে ভারত ২০৩/১।
9:38 PM, 6 Jul

ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ৩২ ওভার শেষে ১৯৬/১।
9:37 PM, 6 Jul

৩১তম ওভারের শুরুতেই প্রথম বলে রাজিতের বলে আউট রোহিত শর্মা। করলেন ১০৩ রান। ৩১ ওভার শেষে ভারত ১৯৪/১।
9:29 PM, 6 Jul

ভাঙল ওপেনিং জুটি। কাসুন রাজিথার সপ্তম ওভারের প্রথম বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত। ৯৪ বলে ১০৩ রান করলেন হিটম্যান।
9:26 PM, 6 Jul

ইসুরু উড়ানার সপ্তম ওভার থেকে এল ৬ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৮৯/০।
9:25 PM, 6 Jul

৮৬ বলে ৮১ রানে খেলছেন কেএল রাহুল।
9:23 PM, 6 Jul

নিজস্ব স্টাইলে চার মেরে শতরান পূর্ণ করলেন রোহিত। একই বিশ্বকাপে ৫টি শতরান করে শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে টপকালেন হিটম্যান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৮৩/০।
9:19 PM, 6 Jul

রেকর্ড থেকে ২ রান দূরে রোহিত।
9:19 PM, 6 Jul

কাসুন রাজিথার ষষ্ঠ ওভার।
9:17 PM, 6 Jul

ইসুরু উড়ানার ষষ্ঠ ওভার থেকে এল ৩ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/০।
9:13 PM, 6 Jul

রোহিত ও রাহুলের চার সহ মালিঙ্গার ওভারে এল ১৪ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৭৪/০।
9:08 PM, 6 Jul

লাসিথ মালিঙ্গার সপ্তম ওভার।
9:08 PM, 6 Jul

একই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র ১১ রান দূরে রেহিত শর্মা।
9:06 PM, 6 Jul

শেষ বলেও চার। উড়ানার পঞ্চম ওভারে এল ৮ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৬০/০। ৮১ বলে ৮৯ রানে খেলছেন রোহিত।
9:05 PM, 6 Jul

চতুর্থ বলে স্কোয়ার কাটে রোহিতের চার।
9:03 PM, 6 Jul

নিজের পঞ্চম ওভার বল করছেন ইসুরু উড়ানা।
9:02 PM, 6 Jul

মালিঙ্গার ষষ্ঠ ওভার থেকে এল ১১ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/০।
8:59 PM, 6 Jul

৭৪ বলে ৬৮ রানে ব্যাট করছেন রাহুল।
READ MORE

English summary
World Cup Live : India need a win against Sri Lanka to secure a respectable spot in Semi-Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X