For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সিরিজে সমতা ফেরাতে চাই ১২২! ওয়ান্ডারার্সে ভারত কেন চাইছে ২০১৮-র পুনরাবৃত্তি?

  • |
Google Oneindia Bengali News

জোহানেসবার্গ টেস্ট এখন দাঁড়িয়ে রয়েছে চরম উত্তেজক জায়গায়। ১২২ রান করলে দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজে সমতা ফেরাবে, শুধু তাই নয় এই প্রথমবার ওয়ান্ডারার্সে ভারতকে টেস্টে হারাতে পারবে প্রোটিয়ারা। ভারত এই মাঠে অপরাজেয়, প্রোটিয়াদের দেশে সিরিজ জিততে ভারতের প্রয়োজন আর ৮ উইকেট তুলে নেওয়া। আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে কাল চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই দ্বিতীয় টেস্টের ফয়সালা হয়ে যাবে।

জোহানেসবার্গে ভারত কেন চাইছে ২০১৮-র পুনরাবৃত্তি?

জয়ের জন্য ২৪০ রানের তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে। অধিনায়ক ডিন এলগার ১২১ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন। রাসি ভ্যান ডার ডুসেন ৩৭ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন। ৩৮ বলে ৩১ রান করে এইডেন মার্করাম শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোর হন। প্রোটিয়ারা প্রথম উইকেট হারায় দশম ওভারের শেষ বলে ৪৭ রানের মাথায়। এরপর ২৭.২ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর হন কিগান পিটারসেন। তিনি চারটি চারের সাহায্যে ৪৪ বলে ২৮ রান করেন।

দিনের শেষে অধিনায়ক ডিন এলগার ১২১ বলে ৪৬ ও রাসি ভ্যান ডার ডুসেন ৩৭ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন। ডুসেনকে উদ্দেশ করে পন্থ লাগাতার স্লেজিং চালিয়ে গেলেও তাঁর ধৈর্যচ্যুতি ঘটাতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় শিবির চাইছে ২০১৮ সালে জোহানেসবার্গ টেস্টের পুনরাবৃত্তি। সেই টেস্টটি জিতে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ জয়ের ব্যবধান কমাতে সক্ষম হয়েছিল। সেই টেস্টে জয়ের জন্য প্রোটিয়াদের টার্গেট ছিল ২৪১। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ১৭। টেস্টের চতুর্থ দিনেই দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে বেঁধে ফেলেছিল ভারত। ২৪০ বল খেলে ৮৬ রানে অপরাজিত থেকেও দলের ৬৩ রানে হার বাঁচাতে পারেননি ডিন এলগার। ৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ।

গৌতম গম্ভীরের মতে, ভারত এই টেস্ট জিততেই পারে। কেন না, রাহুলদের দরকার ৮টি ভালো বল যাতে আসবে ৮টি উইকেট। প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের প্রথম টার্গেট রাখা উচিত ডিন এলগারকে ফেরানো। এদিন ভারতীয় পেসারদের কোনও বল গিয়ে লাগল এলগারের ঘাড়ে, কখনও কব্জির কাছে, কখনও বা বাহুতে। কিন্তু আর্ম গার্ড না পরেও অধিনায়কোচিত আদর্শ টেস্ট ইনিংস খেলছেন এলগার। গম্ভীরের দক্ষিণ আফ্রিকার জন্য পরামর্শ, একেবারে ১২২ রানের কথা না ভেবে চতুর্থ দিন ছোট ছোট টার্গেট ধরে এগোলেই লক্ষ্যে পৌঁছাতে পারবে প্রোটিয়ারা।

English summary
India Need 8 Wickets To Win As South Africa Need 122 Runs To Level The Series In Johannesburg. Chasing 240 Runs To Win, South Africa Have Scored 118 Runs For The Loss Of 2 Wickets At Stumps Of Day3.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X