For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় বোলারদের দাপটে ধরাশায়ী নিউজিল্যান্ড! ODI সিরিজ পকেটে পুরতে রোহিতদের চাই ১০৯

রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলতে ভারতের চাই ১০৯ রান। এদিন ১০৮ রানে অল আউট হয়ে গিয়েছে টম লাথামের দল। মহম্মদ শামি নিয়েছেন ৩ উইকেট।

  • |
Google Oneindia Bengali News

অঘটন না ঘটলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রায়পুরেই একদিনের সিরিজ পকেটে পুরে ফেলতে চলেছে ভারত। সেক্ষেত্রে চলতি বছর শ্রীলঙ্কার পর দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধেও ওডিআই সিরিজ চলে আসবে মেন ইন ব্লু-র দখলে। আজ টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং নেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড।

ভারতীয় পেসারদের দাপট

ভারতীয় পেসারদের দাপট

শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। উইকেট শক্ত, ঘাসের আস্তরণও রয়েছে। যা দেখে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। প্রথম ওভারেই আঘাত হানেন মহম্মদ শামি। যোগ্য সঙ্গত দিতে থাকেন মহম্মদ সিরাজ। সিভ মুভমেন্ট ছিল, ফলে শামি ও সিরাজ যেভাবে বোলিং করছিলেন তাতে মনে হচ্ছিল যেন টেস্ট ম্যাচে বোলিং করছেন ভারতীয় পেসাররা।

শুরু থেকেই বিপর্যয়

শুরু থেকেই বিপর্যয়

ভারতীয় বোলারদের দাপটে ১০.৩ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ০, হেনরি নিকোলস ২, ড্যারিল মিচেল ১, ডেভন কনওয়ে ৭ ও অধিনায়ক টম লাথাম ১ রানে আউট হন। নিজের বোলিংয়ই ফলো থ্রুতে কনওয়ের ক্যাচ অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন হার্দিক পাণ্ডিয়া। হায়দরাবাদে শতরানকারী মাইকেল ব্রেসওয়েল আউট হন ১৮.৩ ওভারে দলের ৫৬ রানের মাথায়। চারটি চারের সাহায্যে ব্রেসওয়েল করেন ৩০ বলে ২২। তাঁকেও ফেরান শামি।

১০৮ রানে শেষ নিউজিল্যান্ড

১০৮ রানে শেষ নিউজিল্যান্ড

এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালান গ্লেন ফিলিপস। ৩০১. ওভারে ১০৩ রানে নিউজিল্যান্ডের সপ্তম উইকেটটি পড়ে। সেখান থেকে ৩৪.৩ ওভারে ১০৮ রানেই অল আউট হয়ে যায় কিউয়িরা। ফিলিপস করেন ৫২ বলে সর্বাধিক ৩৬ রান। তিনি পাঁচটি বাউন্ডারি মেরেছেন। স্যান্টনার ৩৯ বলে ২৭ রান করে পাণ্ডিয়ার বলে বোল্ড হয়ে যান। লকি ফার্গুসন ১ ও ব্লেয়ার টিকনার ২ রান করেন। হেনরি শিপলি ৯ বলে ২ রান করেন। এদিন নিউজিল্যান্ড ১০৮ রানে অল আউট হয়েছে, ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে এটি তাঁদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালে ৭৯ ও ২০১০ সালে ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল কিউয়িরা।

সফলতম শামি

সফলতম শামি

ভারতের সফলতম বোলার মহম্মদ শামি, একটি মেডেন-সহ ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। একটি মেডেন-সহ ৬ ওভারে ১০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। শার্দুল ঠাকুরের বোলিং ফিগার ৬ ওভার ১ মেডেন ২৬ রান ১ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৩টি মেডেন-সহ ৬ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট ঝুলিতে পুরেছেন। কুলদীপ যাদব ৭.৩ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তিনি টিকনারকে লেগ বিফোর করে প্রতিপক্ষের ইনিংসে যবনিকা টানেন। ওয়াশিংটন সুন্দর ৩ ওভার বল করেছেন ১টি মেডেন, ৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

English summary
India Need 109 Runs To Beat New Zealand In The 2nd ODI And Secure ODI Series Win With A Game In Hand. Mohammed Shami Bags 3 Wickets, Hardik Pandya And Washington Sundar Get 2 Wickets Each.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X